সদ্যই বিয়ে হয়েছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের। গত মাসে বিয়ের পর থেকে নানা সময় খবরের শিরোনামে থেকেছেন তাঁরা। অভিনেত্রী নিজেও তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। এদিন দেখালেন তাঁর ঘুম না এলে কী করেন কাঞ্চন।
শ্রীময়ীর নতুন পোস্ট
১১ এপ্রিল, বৃহস্পতিবার মাঝে রাতে শ্রীময়ী চট্টরাজ একটি নতুন ভিডিয়ো পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে তিনি কম্বলের তলায় গুটিসুটি মেরে শুয়ে আছেন। কিন্তু ঘুম নেই চোখে। অভিনেত্রী বলছেন, 'কী হচ্ছে? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে। রাত্রে যখন ঘুম আসে না তখন গল্প পড়ে শোনায়।' তবে এদিন যে কেবল শ্রীময়ী একাই তাঁর বরের গল্পপাঠ শুনছিলেন সেটা নয়। সঙ্গে তাঁর দিদির মেয়েও ছিলেন।
আরও পড়ুন: একই বাড়ির বাসিন্দা, তবুও চিরকুট লিখে 'আলাপ' মিমি - আবিরের! তারপর... প্রকাশ্যে ছবি ঝলক
আরও পড়ুন: নববর্ষে সৌরভকে বিশেষ গান উৎসর্গ সাহেবের, করতে গেলেন প্রণামও! কাদের গানে রবিবার জমবে দাদাগিরির মঞ্চ?
তাঁরা খাটে শুয়ে বা বসে রয়েছেন আর অন্যদিকে তখন গল্পের বই হাতে গড়গড়িয়ে গল্প পড়ে চলেছেন কাঞ্চন মল্লিক। এই ভিডিয়ো পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'রাতে ঘুম আসছে না,তাই গল্পের বই পড়ে শোনাচ্ছে আমার মিস্টার মল্লিক।'
তবে কেবল এটাই নয়। বিয়ের পর থেকে তাঁদের রোজকার জীবনের এমন নানা টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শ্রীময়ী। এই তো কদিন আগেই একটি ভিডিয়ো পোস্ট করে দেখান যে তাঁর শরীর খারাপ হলে তিনি নিজের হাতে খান না। বরং তাঁর মা তাঁকে খাইয়ে দেন। যেখানে তাঁর দিদি তাঁর মেয়েদের আর খাইয়ে দেন না সেখানে শ্রীময়ী এখনও মায়ের থেকে কতটা আদর পান সেটাই স্পষ্ট করে দেন এদিন।
আরও পড়ুন: দিদির মঞ্চে নববর্ষের ভুরিভোজ! রচনার কাছে মনের কথা ফাঁস 'শিমুল' মানালি আর তাঁর বন্ধুদের
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে
কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজ মার্চ মাসের ২ তারিখ সামাজিক বিয়ে সারেন। ৬ মার্চ ছিল তাঁদের গ্র্যান্ড রিসেপশন। সেই রিসেপশন নিয়ে বিতর্ক উসকে গেলেও এখন ছবি অতীত। প্রসঙ্গত এই বছরের শুরুর দিকেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপরই ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়েটা সেরে ফেলেন।