চলতি বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। আর বিয়ের পর রবিবার ছিল তাঁদের নতুন সংসারে প্রথম লোকনাথ পুজো। মহা সারম্বড়ে আয়োজন হয়েছিল সবটা। এমনকী, তৃণমূল বিধায়কের দুই শাশুড়ি এসেও হাত লাগিয়েছিলেন পুজোর ভোগ রান্নার কাজে।
সামাজিক মাধ্যমে দুটো ভিডিয়ো শেয়ার করে নিলেন শ্রীময়ী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই ভিডিয়োতে দেখা গেল মেঝেতে বসে কাঞ্চন আর শ্রীময়ীর মা। অভিনেত্রীর মা ঘরোয়া সাজে, নাইটি গায়ে। আর কাঞ্চনের গায়ে সাদা টি শার্ট আর নীল শর্টস। মেয়েকে ভিডিয়ো করতে দেখে, একটু লজ্জাই পান শ্রীময়ীর মা! বলে ওঠেন, আবার নাইটি পরার ভিডিয়ো করছিস। সেসবে পাত্তা না দিয়ে বরের দিকে ক্যামেরা ঘোরালেন। প্রশ্ন, কী করছ? তাতে কাঞ্চনের জবাব, ছানার কোফতা কারি রান্নার প্রস্তুতি চলছে, লোকনাথের ভোগ হিসেবে। রান্নার কাজে হাত লাগিয়েছে শ্রীময়ীর ছোট মাসিও।
আরও পড়ুন: ‘নতুন মা’ হিসেবে কাকে চান সানা? সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কাকে বাছলেন তিনি
লোকনাথ ঠাকুরের ভোগে খিচুড়ি থেকে পোলাও, নানা রকম ভাজা, পটল আলুর তরকারি, আলুর দম-- কতই না খাবার। কাঞ্চন জানালেন, ৪ জুন ভোটের ফলাফল নিয়ে বড়ই চিন্তিত। তারই মাঝে সকাল থেকে বাজার করেছেন, পুজোর কাজে হাত লাগিয়েছেন। সকলে মিলে বেশ আনন্দের সঙ্গেই করছেন সব কাজ।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে সবার চোখ শাহরুখে! আব্রামকে নিয়ে কী এমন করলেন কিং খান
জানুয়ারি মাসে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স পাকাপাকি হয়। এরপর ১মাসের মাথায় আইনি বিয়ে করে নেন শ্রীময়ীর সঙ্গে। প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি একেবারে হাঁটু মুড়ে বসে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন কাঞ্চন। তারপর মার্চ মাসে ছিল আইনি বিয়ে।
আরও পড়ুন: চুলবুলি শুভশ্রী মত্ত নিজেকে নিয়ে, ভিডিয়ো শেয়ার করে প্রকাশ্যে কী লিখে বসলেন রাজ
শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল ২০২১ সাল থেকেই। এমনকী, পিঙ্কিও সেই সময় এনেছিলেন তৎকালীন বরের উপরে পরকীয়ার অভিযোগ! তখন একে-অপরকে তাঁরা সম্বোধন করতেন বন্ধু হিসেবে। এরপর হঠাৎই দুজনের বিয়ের সিদ্ধান্ত। যদিও বিবাহ পরবর্তীতে কাঞ্চন সাক্ষাৎকারে বলেছিলেন, শ্রীময়ীর নামে যে কুৎসা হয়েছে, যে সম্মানহানি হয়েছে, তাকে মিথ্যে করতেই, যোগ্য সম্মান দিতে বিয়ে করেছেন তিনি। আর শ্রীময়ীর দাবি, বিয়ের আগে প্রেমটা করা হয়ে ওঠেনি, তাই বিয়ের পর চুটিয়ে প্রেম করছেন।