তাঁকে নিয়ে যেমন ট্রোলের শেষ নেই, তেমনই অভাব নেই ভালোবাসার মানুষেরও। মাত্র ২৮ বছরে বিয়ে, সন্তানের মা হয়েছেন। তিনি হলেন শ্রীময়ী চট্টোরাজ। ২০২৪ সালটা কেটেছে বড়ই ব্যস্ততায়। হবে না কেন, ফেব্রুয়ারিতে আইনি বিয়ে, মার্চে সামাজিক বিয়ে, আর নভেম্বরে মেয়ে কৃষভির জন্ম। তাই প্রায় লম্বা সময় এই বিশেষ মানুষটার সঙ্গেই যেতে পারেননি ডেটে। তবে এবার সময় মিলতে করে ফেললেন সেটা!
ভাবছেন, কাঞ্চন থাকতে আবার কাকে নিয়ে ডেটে শ্রীময়ী? তিনি আর কেউ নন অভিনেত্রীর মা। একটি ভিডিয়ো দিলেন সমাজমাধ্যমে। যেখানে দেখা গেল সাদার উপর ফ্লোরাল প্রিন্টের পোশাকে। খোলা চুল। মেকআপহীন চেহারা। চোখমুখ একটু বসে গিয়েছে।
আরও পড়ুন: ‘কাফের’ বলে কটাক্ষ! হিন্দু হয়ে ইফতারে কেন শান, নেটপাড়ার রোষানলে পড়লেন গায়ক
শ্রীময়ীকে ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, ‘১ বছর পর ডেটে এসেছি। তাও সেটা চায়ের ডেট।’ এরপর অভিনেত্রী বলেন, চোখমুখ দেখে ক্লান্ত লাগলেও কিছু করার নেই। কারণ এখনও ছোট্ট কৃষভি সারারাত জাগে। ফলত বিশ্রাম পান না কৃষভি। তবুও মায়ের সঙ্গে ডেটে আসার সুযোগ ছাড়েননি।
শ্রীময়ী আরও বললেন, ‘আমরা কৃষভি আর কাঞ্চন ছাড়া ডেট করতে এসেছি’।
বিয়ের মাত্র সাড়ে আট মাসের মধ্যে মা-বাবা হওয়ায়, নানারকমের ট্রোলের মুখে পড়েন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এমনকী, অনেকেই দাবি তোলেন, বিয়ের আগেই সন্তানসম্ভবা ছিলেন তিনি। এমনকী, কাঞ্চনের দ্বিতীয় সংসার, অর্থাৎ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার পিছনেও অনেকে দায়ি করেন শ্রীময়ীকে। যদিও এসব ট্রোলে পাত্তা দেন না এই দম্পতি। তাঁদের সাফ জবাব, নিজেদের নিয়ে ভালো আছেন। ব্যস্ত আছেন। যারা হিংসে করে, তারাই এসব নিন্দে রটায়!
আরও পড়ুন: এই ছোট্ট একটা কারণেই নাকি ভাঙল চাহাল-ধনশ্রীর সংসার… আর সেটা পরকীয়া নয়! তাহলে?
বহুদিন আগেই না ফেরার দেশে চলে গিয়েছেন কাঞ্চন মল্লিকের মা-বাবা। তাই কাঞ্চন, কৃষভি আর শ্রীময়ীকে আগলে রাখেন অভিনেত্রীর মা-ই। কাজ হোক বা ছুটি কাটানো, মেয়ে-জামাই যখনই পা রাখেন বাড়ির বাইরে, নাতনির দয়িত্বে থাকেন শ্রীময়ীর মা-ই। আপ সেই মানুষটাকে নিয়ে তাই ডেটে না এলে চলে।