কালীপুজোর দিন ঘরে কন্যা সন্তান এসেছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের। এই খুশির খবর অভিনেতা-বিধায়ক সকলের সঙ্গে ভাগ করে নিতেই শুভেচ্ছায় ভরিয়েছে সোশ্যাল মিডিয়া। সিজার করেই সন্তান প্রসব করেছেন শ্রীময়ী বলে জানা গিয়েছে। তবে মা-মেয়ে একদম সুস্থ আছেন। ছোট্ট কন্যার ছবি না শেয়ার করলেও, নাম জানিয়ে দিয়েছেন নতুন মা-বাবা, ‘কৃষভি’ রেখেছেন তাঁরা।
এবার হাসপাতাল থেকে তোলা দুটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টোরাজ। যদিও তাতে মেয়েকে দেখালেন না মোটেও। একটি সেলফি তুলেছে শ্রীময়ীর বোন। যাতে ক্যাপশনে লেখা ‘মাসি অন ডিউটি’। দেখা গেল, বিছানায় শুয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন সদ্য মা হওয়া শ্রীময়ী।
আরও পড়ুন: রেগে গিয়ে সাংবাদিকের হাতের ফোন কেড়ে নিলেন রাজপাল যাদব! দাবি, ছুঁড়ে ফেলারও…
পরের ইনস্টাগ্রাম স্টোরিটি এরটি ব্যুমেরায়। যেখানে কর্তা-গিন্নি একে-অপরের দিকে চুমু ছুঁড়ে দিচ্ছেন। দেখুন সেই পোস্টদুটি-
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক বহু বছরের। যদিও তখন ছিলেন নিছকই ভালো বন্ধু। বলা ভালো, শ্রীময়ীর মেন্টর ছিলেন কাঞ্চন। এমনকী, একসময় যখন নিজের জীবনে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন শক্ত করে হাতটা ধরে রাখেন অভিনেত্রীই। এরপর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝামেলা, ডিভোর্স, বিয়ে, দুজনের জীবনের সব ঘটনাই খোলা বইয়ের মতো। তবে সব বিতর্ক কাটিয়ে জীবনে এসেছে সবচেয়ে বড় আনন্দ। লক্ষ্মী এসেছে ঘরে। কাঞ্চনের একটি ১ বছরের পুত্র সন্তানও রয়েছে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপাতত ছেলে আর বাবার মধ্যে কোনো যোগাযোগ নেই বলেই দাবি ঘনিষ্ঠদের।
আরও পড়ুন: রবিবার ব্যবসায় মন্দা! যদিও এগিয়ে সিংঘমই, ৩য় দিনে বক্স অফিসে কত আয় ভুল ভুলাইয়া ৩-র
প্রেগন্যান্সির খবর কাওকে ঘুণাক্ষরে জানতে দেননি এই দম্পতি। এমনকী, যখন তাঁর কালীপুজোর ফোটো দেখে হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে ফোন করে, তখন এটিকে গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়। তারপর অবশ্য মেয়ে হওয়ার পর কাঞ্চন HT Bangla-কে বলেন, ‘আমিই আসলে শ্রীময়ীকে বারণ করেছিলাম খবরটা কাউকে জানাতে। জানি না কোথা থেকে খবরটা ফাঁস হয়ে গিয়েছিল। আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে।’