এই বছরের গোড়ার দিকেই সাতপাকে বাঁধা পড়েছেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। বিয়ের পর এটাই তাঁদের প্রথম পুজো। আর সেটা নিয়ে তাঁদের কী কী পরিকল্পনা সেটাই এদিন জানালেন।
আরও পড়ুন: 'ক্রোকোডাইলও ভালো কিন্তু...' কুমিরের মাংস খান সৃজিত! তবে সবচেয়ে পছন্দের রেডমিট কোনটা পরিচালকের?
আরও পড়ুন: Me Too-র জের! সিপিএম এমএলএ মুকেশের নামে উঠল ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মালায়লি অভিনেতা
শ্রীময়ীর পুজোর পরিকল্পনা কী?
শ্রীময়ী জানিয়েছেন তাঁর বাপের বাড়ির কাছে একাধিক পুজো হয় সেখানে যাবেন। এছাড়া কাশীবোস লেন, নলীন সরকার স্ট্রিট, বাগবাজার তো আছেই। সঙ্গে তাঁর এক ভাশুরের কমপ্লেক্সে পুজো হয় সেখানেও যাবেন। আড্ডা দেবেন। এছাড়া একটা দিন তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করবেন বলেই ঠিক করে রেখেছেন কাঞ্চন পত্নী।
আর বরের সঙ্গে বেরোবেন না শ্রীময়ী? এই বিষয়ে তিনি এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'না কত্তামশাই রোজ সঙ্গে থাকবে না। ও নিজের পাড়ার পুজোয় যায়।' তবে বিয়ের পর প্রথম পুজোয় শ্রীময়ীর আগ্রহ যেটা নিয়ে সব থেকে বেশি সেটা হল সিঁদুরখেলা। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'প্রতি বছর যাই। কিন্তু সিঁদুর খেলা হয় না। এবার মাকে সিঁদুর পরাব। খেলতে পারব। এটার অপেক্ষা করছি।'
আর পুজোর খাওয়া দাওয়া? এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন তাঁর মা একদিন তাঁদের নিমন্ত্রণ করেছেন। তাছাড়া তিনি ঘামে ভিজে ঠাকুর দেখে রাস্তার দোকান থেকেই ফুচকা বিরিয়ানি খেতে ভালোবাসেন। অন্যদিকে কাঞ্চন পাত পেড়ে বাঙালি খাবার খেতে পছন্দ করেন। তাই সবটা মিলিয়ে মিশিয়ে করবেন তাঁরা। অঞ্জলি দেবেন কাঞ্চনের পুরোনো পাড়ায় অর্থাৎ কালীঘাটে। ভোর ভোর গিয়ে অঞ্জলি দেবেন বলেই ঠিক করে রেখেছেন।
আরও পড়ুন: 'নিজেকে ভাঙছে, কী এক্সপ্রেশন!' অনুপমের গান শুনতে গিয়ে দেবের অভিনয়ে 'পাগলু' হলেন মননশীল বাঙালি
প্রসঙ্গত ২০২৪ এর ভ্যালেন্টাইন্স ডে তে আইনি বিবাহ সারেন কাঞ্চন শ্রীময়ী। এরপর মার্চের শুরুতেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। তাই এবার বিয়ের পর প্রথম পুজো কাটানো জন্য মুখিয়ে আছেন দুজনেই। প্রসঙ্গত এতদিন পুজোয় তাঁরা কেবল একটা দিন দেখা করতেন। এই প্রথম একসঙ্গে গোটা পুজো কাটাতে চলেছেন।