কালীপুজোর পরের দিনই কাঞ্চন এবং শ্রীময়ীর ঘরে এসেছে নতুন সদস্য, তাঁদের মেয়ে কৃষভি। বর্তমানে মাঝে মধ্যেই তাকে নিয়ে নানা আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী। এদিন তাঁর ৭ মাসের সাধ অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন তিনি।
আরও পড়ুন: মাত্র সপ্তাহখানেক বয়স, এখনই কাকে খুঁজছে কাঞ্চন-কন্যা কৃষভি? ফাঁস করে শ্রীময়ী লিখলেন ...
আরও পড়ুন: প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শ্রীলেখা, কার জন্য লিখলেন, 'মনে হয় এই তো পাশেই ছিল...'
কী পোস্ট করলেন শ্রীময়ী?
শ্রীময়ী এদিন যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে বেগুনি রঙের ঢাকাই শাড়ি পরা সঙ্গে কন্ট্রাস্টে হলুদ রঙের ব্লাউজ। গা ভর্তি সোনার গয়না। খোঁপায় লাগানো সাদা ডালিয়া। তাঁর সামনে থালায় সাজানো বিভিন্ন রকমের খাবার। পাশে স্বামী কাঞ্চন মল্লিককেও দেখা যায়। একটি ছবিতে অভিনেতাকে স্ত্রীকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। বাকি ছবিগুলিতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কাঞ্চন এবং শ্রীময়ীকে দেখা যায়।
আরও পড়ুন: চ্যানেলের সঙ্গে ফেডারেশনের সংঘাতের জের! একসঙ্গে বন্ধ ৩ নতুন ধারাবাহিকের শ্যুটিং, কী নিয়ে সমস্যা?
এদিন এই ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'সাধের অনুষ্ঠান। ৭ মাসের ছোট্ট কৃষভি তখন আমার মধ্যে। সেই দিনটি আমাদের জন্য খুব পবিত্র ছিল, আমায় সবাই ভালোবাসা এবং উষ্ণতা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন প্রিয়জনেরা। আমরা সবার শুভেচ্ছা এবং আশীর্বাদ পেয়ে সত্যিই খুব ধন্য এবং কৃতজ্ঞ।'
শ্রীময়ীর সাধের মেনুতে এদিন ছিল ভাত, ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা সহ অন্যান্য ভাজা, মাছের পদ, চাটনি, মিষ্টি, ইত্যাদি।
আরও পড়ুন: ব্যাটে রান নেই, বাড়িতে দুই সন্তান ও অনুষ্কার সঙ্গেই সময় কাটিয়ে বার্থডে পালন বিরাটের
সন্তানের আসার খবর জানিয়ে কী লিখেছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন?
প্রসঙ্গত মেয়ের জন্মের পর সেই সুখবর ঘোষণা করে কাঞ্চন এবং শ্রীময়ী লেখেন, 'এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশবিকে আর্শীবাদ করবেন।' চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর মার্চ মাসে তাঁরা সামাজিক বিয়ে করেন। ২ নভেম্বর ভূমিষ্ট হয় তাঁদের প্রথম সন্তান।