২ নভেম্বর মেয়ের মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। স্বভাবতই শরীর বেশ দুর্বল। যদিও বউয়ের খুব যত্ন করছেন কাঞ্চন মল্লিক, অভিনেত্রী নিজেই তা লিখেছেন সোশ্যাল মিডিয়াতে। আর শুধু বাচ্চা হওয়ার পরে নয়, যবে থেকে জানতে পেরেছেন শ্রীময়ী মা হতে চলেছে, তবে থেকেই চলছে খাতির-যত্ন।
কালীপুজোর পরেরদিন হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি আর সিজার। তারপরই নিজের প্রাণের থেকে প্রিয় মেয়েকে পেয়েছেন কাঞ্চন। অবশ্য নভেম্বর মাসটা তৃণমূলের বিধায়ক-অভিনেতার কাছে আরও একটা কারণে স্পেশাল। তাঁর দুটি নতুন কাজ মুক্তি পেয়েছে। একটি হল ভুল ভুলাইয়া ৩, আরেকটা হল নিকষ ছায়া। দুটি সিনেমাতেই একদম অন্য ধরনের চরিত্র, লুক কাঞ্চনের।
শ্রীময়ী হিন্দুস্তান টাইমস বাংলাকে আগেই জানিয়েছিলেন, কাঞ্চনের নতুন কাজ দেখার সময় পাননি নানা ব্যস্ততায়! এবার দেখা গেল, হাসপাতাল থেকে ফিরেই তা করে ফেললেন। বেশ রাতের দিকে তিনি ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো আপলোড করেন। যেখানে দেখা যায়, টিভিতে চলছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’। যেখানে তান্ত্রিকের রোলে দেখা গিয়েছে কাঞ্চনকে। ইতিমধ্যেই বেশ প্রশংসা পেয়েছেন তিনি। মূলত হাসির চরিত্রে কাজ করা কাঞ্চনের ইনটেন্স লুক, বেশ অবাক করবে দর্শকদের। বোঝা গেল, শ্রীময়ী নিজেও বেশ উপভোগ করেছেন স্বামীর অভিনয়।
দেখুন ইনস্টাগ্রাম স্টোরির এক ঝলক-
দিন দুই আগে হাসপাতালে তোলা তাঁর আর কাঞ্চন মল্লিকের একটি ছবি শেয়ার করে শ্রীময়ী লেখেন, ‘আমার প্রেগন্যান্সি জার্নির প্রথম দিন থেকে যে মানুষটা আমার খেয়াল রেখেছে, আমার শরীরের যত্ন নিয়েছে। আমার সব ফুড ক্রেভিং-এর আবদার মিটিয়েছে, আমার মুড সুইংস হাসিমুখে সহ্য করেছে। আমাকে ভালোবাসায় আগলে রেখেছে, এখনও রাখছে। তোমার জন্য়ই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম সুস্থভাবে।’
আরও পড়ুন: ১ম বউকে ডিভোর্স না দিয়ে হেমাকে বিয়ে ধর্মেন্দ্রর! ‘তোর কি দুটো মা’ স্কুলে শুনতে হয় এষাকে, তারপর…
আপাতত দায়িত্ব বেড়েছে। মেয়ে কৃষভির জন্য রাতও জাগতে হচ্ছে। যদিও পাশেপাশে সবসময়ই রয়েছেন কাঞ্চন। তাই রাত জাগার ফাঁকেই দেখে নিচ্ছেন স্বামীর নতুন কাজও।