দীর্ঘদিনের বন্ধুত্বের পর এই বছরই গাঁটছড়া বেঁধেছেন শ্রীময়ী চট্টোরাজ এবং কাঞ্চন মল্লিক। এদিন তাঁদের বন্ধুত্বের ১২ বছর পূর্ণ হল বন্ধুত্বের। সেই উপলক্ষ্যে কী লিখলেন এদিন কাঞ্চন পত্নী?
কী লিখলেন এদিন শ্রীময়ী?
শ্রীময়ী চট্টরাজ এদিন তাঁর এবং কাঞ্চনের একাধিক ছবি পোস্ট করেন। তার সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আজ আমাদের বন্ধুত্বের ১২ বছর। হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না, যত বছর বাড়ল ততই বন্ধুত্বের গভীরতা বাড়ল,জন্মাল বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা, কিন্তু এই বারোটা বছরের যাত্রা পথ মোটেই সহজ ছিল না, আমাদেরকে প্রচুর ঘাত-প্রতিঘাত প্রচুর উত্থান-পতনের মধ্য দিয়ে লড়াই করে যেতে হয়েছে, আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি, বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়েছি শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে।'
তিনি তাতে আরও লেখেন, 'আমাদের এই বারোটা বছর বন্ধুত্বের টিকে থাকার কারণ হল আমাদের বন্ধুত্বে কোন চাওয়া পাওয়া ছিল না, কোন বিশেষ চাহিদাও ছিল না, একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না এবং কোন উচ্চ আকাঙ্ক্ষাও ছিল না, শুধু ছিল বিশ্বাস, ভরসা ও নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা, আমরা স্বামী-স্ত্রীর থেকেও নিজেকে এখনও বন্ধু বলে ডাকতে বেশি ভালোবাসি, কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব প্রিয় নাম। আমি জীবনে কখনও প্ল্যান করিনি, ভাবিওনি এই বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম তারপর বিয়ে সব কি করে ঘটে গেল, সেটাও জানি না, শুধু একটা জিনিস বিশ্বাস করি it’s all about destiny।' তিনি পরিশেষে লেখেন, 'আর একটা জিনিস মনে করি তুমি যদি কোন কিছুর উপর সৎ হও, তাহলে ঈশ্বর সেটা তোমাকেই দেবেন, এবং কাঞ্চনের কিছু বন্ধু-বান্ধব আর আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমাদের এই ১২ বছরের যাত্রাপথে দুঃসময়ে ও সুসময়ে পাশে ছিল এবং আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, আজকের দিনে ঈশ্বরের কাছে এটুকুই চাইব আমাদের বন্ধুত্বের বন্ধন যেন মজবুত থাকে, অটুট হয় এবং দীর্ঘজীবী হয়। Love you বন্ধু।'
আরও পড়ুন: প্রতিবাদ মিছিলে নিয়মের বহর! ট্রোল্ড হয়েও সিদ্ধান্তে অনড় ইমন, বললেন, 'তুমি রবে নীরবে গাইবই'
এদিন শ্রীময়ী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁদের বন্ধুত্বের একদম শুরুর দিকে একটি ছবি পোস্ট করতে দেখা যায়। বাদ দেন না তাঁদের বিয়ে থেকে শুরু করে তাঁদের রিশ্বশনের ছবিও পোস্ট করতে।