গত বছর দোলের ঠিক আগেই মার্চের একদম গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তার কিছুদিন পরই দোলের দিন অভিনেত্রী প্রথম জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। এই বছর দোল কীভাবে কাটালেন?
কী জানিয়েছেন শ্রীময়ী?
এদিন এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন প্রথমবার মা হওয়ার কথা জানতে পারার অনুভূতি থেকে কৃষভির ৪ মাস বয়স হয়ে যাওয়ার এই সফরটা কেমন ছিল। এদিন তিনি জানান, 'আমার প্রেগন্যান্সি রিপোর্টটা হোলির দিন এল, পজিটিভ। পরদিন গিয়েছিলাম USG করাতে। কিছুই বোঝাই যাচ্ছিল না। ও তখন ছোট্ট একটা বিন্দু খালি। কিন্তু যখন প্রথম জানতে পারি যে আমার ভিতর একটা প্রাণ বড় হয়ে উঠছে এই অনুভূতিটাতেই শিহরিত হয়েছিলাম।'
এই বছর কীভাবে দোল কাটালেন সেই বিষয়ে শ্রীময়ী জানান, এবার সেই অর্থে তাঁরা রং খেলবেন না। মেয়েকে রং ছোঁয়ানো বারণ চিকিৎসকের। অ্যালার্জির ভয়ে বারণ করা হয়েছে। তবে কাঞ্চন মল্লিক মেয়ের জন্য রঙিন জামা কিনে এনেছে দোলের জন্য। সেটা তাকে পরাবেন। এছাড়া বাড়িতে যেমন পুজো হয় তেমন হবে। কিন্তু রং খেলা হবে না।
এই বিষয়ে শ্রীময়ী আরও জানান, 'ঠাকুরের পায়ে আবির দিয়ে নিজেরা একটু আবির খেলব। কাঞ্চনের শ্যুটিং আছে পরদিন। রং খেললে উঠবে না। আর আমারও রং খেলতে ভালো লাগে না। মেয়েরও রং খেলার বয়স হয়নি। ওকে ছাড়া কিছু করতে ভালো লাগে না।'
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'কমরেড' অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের, কী লিখলেন?
তবে দ্রুত এই একটা বছর পেরিয়ে যাওয়ায় নস্টালজিক হয়ে পড়েছেন শ্রীময়ী। জানান, 'এই দিনই জানতে পারি কৃষভি আসছে। এখন ও কোলে। দ্রুত কেটে গেল সময়টা।'