তাঁদের বিয়ে নিয়ে হাজারও ট্রোলিং। তবে কটাক্ষকে অপেক্ষা করেই ভালো থাকার উপায় খুঁজে নিয়েছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। তাঁদের ভালোবাসার অন্দরমহল প্রায়ই চলে আসে সোশ্যাল মিডিয়াতে। আর তাতে দেখা গেল, কীভাবে শুক্রবারের বৃষ্টির রাত কাটালেন দুজনে!
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করলেন শ্রীময়ী। যাতে দেখা গেল তেলে কিছু ভাজা চলছে। অনেকেরই মনে হতে পারে, বৃষ্টির রাতে পিঁয়াজি বা চিকেন পকোড়া। তবে সেটা একেবারেই নয়, ভাজা হচ্ছে তালের বড়া। তবে অভিনেত্রী নন, বানালেন তাঁর মা।
মায়ের বানানো তালের বড়ার প্রশংসা করে শ্রীময়ীকে বলতে শোনা গেল, ‘দারুণ হয়েছে খেতে। নরম তুলতুলে, মুচমুচে…’! এরপর কাঞ্চনের রিয়্যাকশনও তুলে ধরেন। বলেন, ‘অসাধারণ! এর থেকে ভালো তালের বড়া আর হতেই পারে না’!
দেখুন-
কয়েকবছরের প্রেমের পর মার্চ মাসে সামাজিক বিয়ে করেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। যদিও দুজনের আইনি বিয়েটা হয় ১৪ ফেব্রুয়ারিতে। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেও, উৎসাহ একটুও কম ছিল না ৫৩ বছরের কাঞ্চনের। একেবারে নেচে, গায়ে হলুদ মেখে, টোপর পরে বিয়ে করেন তৃতীয়বার। যদিও শ্রীময়ীর এটাই ছিল প্রথম বিয়ে।
তাঁদের সম্পর্কের খবর প্রথম আসে করোনা লকডাউনের সময়তে। ২০২১ সালে, তখন সদ্য বিধানসভা নির্বাচন জিতেছিলেন তৃণমূলের টিকিটে। সেই সময় কাঞ্চনের তৎকালীন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছিলেন দুজনের উপরে ‘পরকীয়া’র। যদিও এই দম্পতির দাবি দুজনে তখন শুধুই ছিলেন বন্ধু। এরপর ২০২৪ সালের জানুয়ারি মাসে ডিভোর্স হয় কাঞ্চন-পিঙ্কির। সেই সময় ৫৬ লাখ টাকা খোরপোশও দেন। আপাতত কাঞ্চনের ১০ বছরের ছেলে ওশ রয়েছে মায়ের কাছেই।
রোম্যান্টিক কাঞ্চন-শ্রীময়ী কদিন আগেই হানিমুন কাটিয়ে এলেন মলদ্বীপে। একেবারে ওয়াটার ভিলা বুক করে ৩ দিন মধুচন্দ্রিমা কাটান তাঁরা। সেই ছবি-ভিডিয়োও দিয়েছিলেন সোশ্যালে।
‘আমাদের বিয়ের পর ফ্যান বেড়ে গেছে। বিয়ের আগে এত চর্চাই হত না আমাদের নিয়ে। তাহলে তো বলতে হবে আমাদের বিয়েটাকে সবাই সাপোর্ট করেছে। যারা বিয়ে করেননি তাঁরা করুন। আর যারা মনে করছেন, টক্সিক সম্পর্কে রয়েছেন, কেটে বেরিয়ে আসে আবার বিয়ে করুন। আপনি ৩টে, চারটে, ৬টা, ৭টা বিয়ে করুন, যত ইচ্ছে করুন, শুধু আইনি মনে করুন’, ট্রোল উড়িয়ে সহাস্যে বলতে শোনা গেল শ্রীময়ীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে।