বিয়ের ঠিক সাড়ে আট মাসের মাথায় মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত কাকপক্ষীকেও সেই খবর জানাননি। এতদিন সুখবর চেপে রেখেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। শনিবার সকালে শ্রীময়ীর প্রেগন্যান্সির জল্পনা শুরু, সন্ধ্যেতেই জানা গেল রাজকন্যে এসেছে কাঞ্চনের ঘরে। আরও পড়ুন-‘আমার ঘরে লক্ষ্মী এসেছে…’, মা হলেন শ্রীময়ী, HT Bangla-কে প্রথম জানালেন কাঞ্চন
পিঙ্কির সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ, ২৭ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে সেই নিয়ে সমাজমাধ্যমে কম কাটাছেঁড়া হয়নি। রীতিমতো ট্রোলবাহিনীর নিশানায় পড়েছিলেন তারকা দম্পতি। সেই কারণেই বোধহয় নিজেদের জীবনের সবচেয়ে বড় সুখবরের ব্যাপারে একদম নীরব ছিলেন দুজনে। এমনকি কাঞ্চনের জোরাজুরিতে শনিবার সকালে মিথ্যে বলে প্রেগন্যান্সির জল্পনাও ওড়িয়ে দেন শ্রীময়ী।
অনেক হয়েছে রাখঢাক! আর নয়, রবিবার শ্রীময়ী নিজেই ভাগ করে নিলেন তাঁর প্রেগন্যান্সি জার্নি। এতদিন শাড়ির আঁচলে সন্তর্পনে গোপন রেখেছিলেন বেবি বাম্প। এদিন আঁটসাট পোশাকে স্ফীতোদরের ছবি দিলেন। জানালেন কেমন ছিল মাতৃত্বের এই ৯ মাসের সফর। যখন তাঁর গর্ভে ছিল কৃষভি। হ্যাঁ, কাঞ্চন-শ্রীময়ী তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি।
ফেসবুকের দেওয়ালে বেবি বাম্পের বেশকিছু ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। চোখেমুখে মাতৃত্বের লাবণ্য ফুটে রয়েছে। শ্রীময়ী লেখেন,'এটা লম্বা একটা সফর….টানা ৯ মাসের জার্নি। বহু আবেগঘন মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ। অবশেষে সেই অপেক্ষা শেষ, আমার পরী এখন আমার সামনে, ওকে নিজের চোখে দেখার পরে বুঝেছি, সেই সব যন্ত্রণা, আবেগের ওঠাপড়া এই আনন্দের কাছে কিছুই না'।
শনিবার সন্ধ্যায় পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন কাঞ্চন ঘরণী। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, ‘আমিই আসলে শ্রীময়ীকে বারণ করেছিলাম খবরটা কাউকে জানাতে। জানি না কোথা থেকে খবরটা ফাঁস হয়ে গিয়েছিল। এইটুকুই বলব, আমার ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে’।
মেয়েকে প্রথমবার দেখে কেমন অনুভূতি? অভিনেতা বললেন, ‘আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে’।
গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে। বিয়ের ৯ মাস পূর্তিতে জীবনের সেরা উপহার পেলেন তারকা দম্পতি। বিয়ের পর কম কটাক্ষের মুখে পড়েননি তাঁরা, তবে ভালোবেসে পরস্পরের হাত শক্ত করে ধরে থেকেছেন।