কিছু মাস আগে দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন শ্রীতমা বৈদ্য। তিনি প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিজের নানা নাচের ভিডিয়ো পোস্ট করতেন। তার পর সেখান থেকে যান ড্যান্স বাংলা ড্যান্সে। এরপর তাঁকে জি বাংলার একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে। এদিন রাহুল দত্তর জন্মদিনের আগে সেই পর্বের ভিডিয়ো দুজনে মিলে একসঙ্গে দেখেন। এবং একই সঙ্গে সেখানে নিজেদের সম্পর্ক নিয়ে কী বললেন? প্রসঙ্গত রাহুল এবং শ্রীতমাকে একসঙ্গে একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেম করছেন! এবার সেই বিষয়ে কী বললেন তাঁরা?
আরও পড়ুন: একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির জন্য কাজ করতেন অমিতাভ! KBC -তে বললেন, 'টানা ২৩ ঘণ্টা কাজ করতাম...'
কী জানালেন শ্রীতমা এবং রাহুল?
শ্রীতমা দত্ত যখন দিদি নম্বর ওয়ানে গিয়েছিলেন তখন রচনা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় ইঙ্গিত করেন যে তিনি এবং রাহুল প্রেম করছেন। তবে এদিন ভিডিয়োতে সেই বিষয়ে কথা বলতে গিয়ে শ্রীতমা জানান তাঁরা খুব ভালো বন্ধু। অভিনেত্রীর কথায়, 'মানুষ মনপ্রাণ দিয়ে কিছু চায় না। সেটাই আমাদের বন্ধুত্ব। আমরা খুব ভালো বন্ধু ছিলাম।' তাঁর এই কথায় ভুল ধরিয়ে রাহুল দত্ত বলেন 'বন্ধু ছিলাম মানে? আর নেই? কে তুই বল?' বন্ধুর কথায় হেসে শ্রীতমা বলেন, 'না না, মানে আমরা এখনও খুব ভালো বন্ধু। চাইব সারাজীবন যেন এই বন্ধুত্ব থাকে।'
এরপরই রাহুল আফসোস করে বলেন তিনি দাদাগিরি জিতলেও দিদি নম্বর ওয়ান কখনও জিততে পারেননি। এই বিষয়ে শ্রীতমা বলেন, 'তুমি ভালো খেল।' জবাবে রাহুল বলে ওঠেন, 'হ্যাঁ, আমি প্লেয়ার।' বলেই হাসতে থাকেন। তারপর জানান তাঁর প্রাক জন্মদিনের এই উপহার তাঁর খুব ভালো লেগেছে।