গত বছরের মাঝামাঝি বড় চমক দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বিরাট স্টার কাস্ট -সহ ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর। তারপর নতুন বছরের শুরু দিকেই মুক্তি পায় ছবি। খুব রমরমিয়ে ব্যবসা না করলেও এই ছবি যে সমালোচক ও দর্শকদের মন জিতে নিয়েছে তা বলাই যায়। আর এবার সৃজিতের ছবি দেখে পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে এই ছবি ‘সৃজিতের সেরা তিনে থাকবে’।
‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির একটি দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি ক্যাপশনে সৃজিতের কাজের প্রচুর প্রশংসা করেছেন শ্রীজাত। কবি লেখেন, 'এই ছবিটা নিয়ে যে-লেখাটা আসলে লিখতে চাইছি, সেটা আরও বেশি সময় দাবি করে। সেটাই স্বাভাবিক। যে-কোনও উঁচু মানের শিল্প সময় চায়, মনোনিবেশ চায়, পুনর্পাঠ চায়। আমি আরও সময় নিচ্ছি তাই। ছবিটা প্রেক্ষাগৃহে থাকতে থাকতে কেবল এটুকুই বলতে চাই, সৃজিতের সেরা তিনে থাকবে 'সত্যি বলে সত্যি কিছু নেই'। পরিচালক হিসেবে এই ছবিতে সৃজিত নিজেকে অতিক্রম করে গেছে, এবং তা বহু দিক থেকে। আমি গর্বিত, আমাদের সময়ে এরকম ছবি তৈরি হচ্ছে। বাকি কথা ক্রমশ প্রকাশ্য, কিন্তু সৃজিতকে আমার অনিঃশেষ আলিঙ্গন, এই ছবিটা ভাবার জন্য।'
আরও পড়ুন: মা-বাবার ডিভোর্সের সাক্ষী! সানিয়া-শোয়েবের ৫ বছরের ছেলের কাছে চুমু নিয়ে এ কেমন আবদার ফারহার?
শ্রীজাত পোস্ট প্রকাশ্যে আসতেই সৃজিত মুখোপাধ্যায় রসিকতা করে কমেন্ট করেছেন, ‘সেই তো আবার কাছে এলে।’ আর তাঁর কথার সঙ্গে ছন্দ মিলিয়ে কবি রিপ্লাই করেন, ‘তুমি তুমি মারাদোনা, আমি পেলে!’ তবে পরিচালক ছাড়াও বহু অনুরাগী শ্রীজাতর এই পোস্টে নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছন, 'সম্পূর্ণ সহমত, কী যে অসাধারণ লেগেছে সিনেমাটা।' আর একজন লেখেন, ‘বাহ সুখবর! ‘পদাতিক’ অসম্ভব ভালো লেগেছিল। প্রথম শো দেখেছিলাম, দর্শক স্ট্যান্ডিং ওভার দিয়েছিলেন শেষে।' আর একজন লেখেন, ‘আমি গতকাল দেখেছি। একদম ঠিক বলেছেন। আমাদের সময় এমন এক ছবি তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়, ভাবলে গর্ব হয়।’ আর একভক্ত লেখেন, ‘ভীষন ভাবেই সহমত..., অসামান্য প্রাপ্তি!’
প্রসঙ্গত, ছবিটিতে মোট ১২ জন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী , অর্জুন চক্রবর্তী ও সুহোত্র মুখোপাধ্যায়। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ -এর প্রেক্ষাপট 'রুকা হুয়া এক ফয়সালা' নামক ছবি থেকে নেওয়া হয়েছে।