আসছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই ...’, যে ছবিতে দেখা যাবে টলিপাড়ার বহু তারকাকে। তাই আপাতত বেজায় ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আপাতত রেইকি চলছে। তাই কখনও নিজের পোষ্য সাপকে গলায় জড়িয়ে ঘুরছেন, কখনও আবার তীব্র গরমের মধ্যেই মাথায় গামছা ঢাকা দিয়ে বাইকে চড়ে ঘুরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
হ্য়াঁ, এই মুহূর্তে বেজায় ব্যস্ত টলিপাড়ার প্রথমসারির এই পরিচালক। শ্যুটিং শুরুর আগে চলছে লোকেশন খোঁজার কাজ। তারই একঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশানে লিখেছেন গুপী গাইন বাঘা বাইন ছবির সেই গানের লাইন, ‘কত সেন চলছে সমরে…’।
আবার এদিনই লোকেশন দেখতে গিয়ে সন্ধেবেলা চাঁদের আলোয় চিকচিক করে ওঠা সন্ধেয় একাকী দাঁড়িয়ে নিজের একটা ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশানে লিখেছেন, ‘আমার নিজের শর্তে…’।
পরিচালক সৃজিত তাঁর 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতে এক ফ্রেমে আনতে চলেছেন কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় রাহুল অরুণোদয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। কয়েকদিন আগে সকলকে একসঙ্গে বসে ফ্রেমবন্দি করে নিজেই ছবি পোস্ট করেছিলেন সৃজিত।
নিজের '২২ শ্রাবণ' ছবির জনপ্রিয় লাইন ধরেই ছবি নামকরণ 'সত্যি বলে সত্যি কিছু নেই' করেছেন সৃজিত। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, সৃজিতের ছবিতে অনির্বাণের বদলে আসছেন পরমব্রত। সৃজিতের এই পোস্টের পর সেই জল্পনাই সত্য়ি হয়েছে।
প্রসঙ্গত, 'অতি উত্তম'-এর পর সৃজিতের ঝুলিতে 'পদাতিক', ‘টেক্কা’, তারই মাঝে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং শুরু প্রস্তুতি শুরু করে দিলেন পরিচালক। SVF-এর প্রযোজনায় আসছে সৃজিতের এই ছবি।