সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তাঁর সঙ্গে নিজেকে সেলফি বন্দি করছেন পরিচালক। মঙ্গলবার, হঠাৎ এ কেমন ছবি পোস্ট করলেন সৃজিত। যা দেখে কিছুটা হলেও চমকে গিয়েছে নেটপাড়া। নিজের পোস্টের ক্যাপশানে খানিক কাব্যিক স্টাইলে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
কিন্তু এখন প্রশ্ন হঠাৎ 'প্রাক্তন' ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেবনিকেশের কথা বলতে চাইলেন তিনি! নাহ, বিষয়টি স্পষ্ট নয়। আবার অনেক বছর পার করে কেন হঠাৎ দেখা হওয়ার কথা বলেছেন! সেটাও ঠিক বোঝা গেল না! তবে হঠাৎ করেই আবার দেখা হয়েছিল দুজনের, তখনই কি ছবিটা তুলেছেন? নাকি আবারও নতুন করে…? ছবিটা দেখে অবশ্য এটা বিশেষ পুরনো ছবি বলেও মনে হচ্ছে না! তাই মঙ্গলবার সৃজিতের এই পোস্ট ঘিরে নানান প্রশ্ন দানা বাঁধছে।

সৃজিত ও ঋতাভরী একসময় চুটিয়ে প্রেম করেছেন। তবে এই প্রেম নিয়ে তাঁরা কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি। তবে একসময় টলিপাড়ায় কানপাতলেই শোনা যেত তাঁদের প্রেমের কথা। সেটা ছিল ২০১৭ সাল। সেসময় পরিচালক ব্যস্ত ছিলেন কাকাবাবুর শ্যুটিং নিয়ে। তারই ফাঁকে আচমকা এই প্রেমের শুরু। শোনা যায়, শ্য়ুটিংয়ের ফাঁকে চলত ঋতাভরীর সঙ্গে দেখা-সাক্ষাৎ, হোয়াটসআপ চ্যাট। তখন ঋতাভরী শ্যুটিংয়ের জন্য প্রায়ই মুম্বই যাচ্ছিলেন, সৃজিত তখন তাঁকে বিমানবন্দরে আনতেও গিয়েছেন।
এমনকি ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও ছিল সৃজিতের উজ্জ্বল উপস্থিতি। একসঙ্গে কেক কাটা, কেক খাওয়ানো সবই হত। তখন টলিপাড়ার অনেকেই ধরে নিয়েছিলেন, এই সম্পর্কটা নিশ্চয় পরিণতি পেতে চলেছে। তবে একদিন হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়। এই সম্পর্কের বয়স ছিল ৩ বছর। প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেই ফেলেছিলেন, তিন বছর ভালোবাসার থেকে ঝগড়া বেশি করেছি। তবে ঠিক কী কারণএই সম্পর্ক ভেঙেছিল, সেকথা অবশ্য স্পষ্ট নয়।
তবে এসবই তো এখন বহু অতীত। এরপরে নিজের জীবনে অনেকটা এগিয়ে সৃজিত বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়েও করেছিলেন। যদিও মিথিলা বহুদিন হল মেয়েকে নিয়ে এখন বাংলাদেশেই থাকেন। এদিকে ঋতাভরীও মুম্বইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এসবের মাঝে হঠাৎ কেন ঋতাভরীকে নিয়ে এমন পোস্ট করলেন সৃজিত? এমন পোস্ট দেখে মুখ চাওয়াচাওয়ি করছেন অনেকেই, তবে কারণ স্পষ্ট নয়।