সৃজিত মুখোপাধ্যায় তাঁর কাজের আপডেট দেওয়ার পাশাপাশি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা মজার পোস্ট করে থাকেন। বাদ যায় না পানিং। এদিনও তেমনই একটি পোস্ট করলেন। এই শনিবার দেশ জুড়ে একদিকে যেমন চলছে ষষ্ঠ দফার ভোট, তেমনই পারদ চড়ছে আইপিএল ফাইনাল নিয়ে। তার আগেই নিজে দল বানালে কাদের রাখতেন সেটাই ঘোষণা করলেন দশম অবতারের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু একি! সেই দলে নাম নেই একজন ক্রিকেটারেরও! ব্যাপারটা কী?
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বাংলার অনসূয়া, কোন ছবির জন্য এই সম্মান পেলেন?
কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?
এবারের আইপিএল ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এ যেন কোয়ালিফায়ার ওয়ানের পুনরাবৃত্তি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায় তাঁর সেরা এগারো প্লেয়ার কারা হবে সেটাই ঘোষণা করলেন। তবে সেখানে কোনও ক্রিকেটারের নাম লেখার বদলে বিভিন্ন বিরিয়ানির দোকানের নাম লিখলেন তিনি। আসলে এই দুই শহরের বিরিয়ানিরই বিশ্বজোড়া নাম। সেটাই যেন পোস্টে তুলে ধরলেন পরিচালক।
সৃজিত তাঁর পোস্টে লেখেন, 'আইপিএল ফাইনালে আমার সেরা একাদশ হতো: আর্সলান, ইন্ডিয়া, সিরাজ, আমিনিয়া, জিশান, রয়েল, জ্যাম জ্যাম, অধ, দাদা বৌদি, কাবুলিওয়ালা, বিরিয়ানিশক। ভালো খেলোয়াড় হ্যাংলাথেরিয়াম, ডি বাপি, মঞ্জিলাত, করিমস, নিজাম। কেমন কাজ করছে সেই দিকে নজর থাকবে: প্যারাডাইস, বাওয়ার্চি এবং বিরিয়ানিওয়াল্লাহ।'
কে কী বলছেন?
সৃজিতের এই পোস্টে মজা পেয়েছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'মুখার্জির উচিত এই দলকে কোচ করা।' আরেকজন লেখেন, 'দারুণ! দাদা বৌদির ফাটাফাটি পারফরমেন্স আমাদের ট্রফি এনে দেবে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ধুর! কলকাতার থেকে হায়দরাবাদের বিরিয়ানি ভালো।'
আরও পড়ুন: রূপ আর বাহারি সৌন্দর্য থাকলেই ইন্ডাস্ট্রিতে অনেক দূর যাওয়া যায়: ডলি সিং
সৃজিতের আগামী প্রজেক্ট
সৃজিত মুখোপাধ্যায় তাঁর এবার পুজো রিলিজ টেক্কা ছবিটির বেশ খানিকটা শ্যুটিং সেরে ফেলেছেন। সেখানে দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখকে দেখা যাবে। এই কিছুদিন আগেই শেষ করলেন ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজের শ্যুটিং। সেখানে আবারও ফেলুদা হিসেবে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। বর্তমানে সত্যি বলে সত্যি কিছু নেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।