সৃজিত মুখোপাধ্যায়ের শার্লক হোমস বানানোর খবর ছিল আগেই। তবে শুক্রবার মুক্তি পেল এই সিনেমার ফার্স্ট লুক। কাকে দেখা যাবে শার্লক হিসেবে, তা নিয়ে আলোচনার অন্ত ছিল না। তবে ফার্স্ট লুক থেকেই দেখা গেল, কোনও টলিউড অভিনেতাকে বাছেননি সৃজিত। বইয়ের পাতার এই জনপ্রিয় গোয়ান্দার চরিত্রে দেখা যাবে কে কে মেননকে। জিও সিনেমাতে মুক্তি পাবে স্যর আর্থার কোনাল ডয়েলের লেখা থেকে অনুপ্রাণিত এই সিনেমা।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়। যেখানে একাধিক ব্লক পরপর সেজে ফুটে উঠছে ধীরে ধীরে শার্লক হোমসের মুখ। একেবারে সেই একই রকমের কোট গায়ে, মাথায় টুপি। চোখে সন্দিগ্ধ দৃষ্টি। সৃজিত তাঁর এই পোস্টের কমেন্ট সেকশনে লিখলেন, ‘সব ছবিগুলিকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন, একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন’। সঙ্গে তাঁর তৈরি সিনেমাটি যে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখা থেকে অনুপ্রাণিত, তাও স্পষ্ট করতে ভুললেন না।
আরও পড়ুন: ‘কপাল অনেক ভালো যে সৌরভ…’! বউমা দর্শনাকে নিয়ে কী কী বললেন শাশুড়ি মা?
এই সিনেমায় খুব সম্ভবত ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরে-কে। এছাড়াও রয়েছেন রসিকা ডুগ্গল, কৃতি কুলহারি, দিব্যন্দু ভট্টাচার্য।
আরও পড়ুন: লুলিয়ার জন্মদিন বলে কথা, চুমু না খেলে হয়! ভাইজানের এমন স্বভাব আগে দেখা যায়নি, দেখুন ফোটো
বাঙালি পাঠকদের প্রায় সকলেই ফেলুদা ভক্ত। তবে এই ফেলুদাই কিন্তু গুরু হিসেবে মানতেন শার্লক হোমসকে। বেকার স্ট্রিটের রাস্তার সামনে গিয়ে বলেছিলেন, ‘গুরু তুমি ছিলে বলেই আমরা আছি।’ এসবই সত্যজিৎ রায়ের লেখনী হলেও, প্রতি ফেলুদাপ্রেমীর কাছেই যেন বাস্তব। আর এবার প্রদোষ চন্দ্র মিত্তিরের সেই গুরুদেবকে নিয়ে সিনেমা হচ্ছে বলিউডে। আর তাঁক কাণ্ডারী বাংলার প্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করা স্যার আর্থার কোনান ডয়েলের লেখা জীবন্ত হয়ে উঠবে রুপোলি পর্দায়।
আরও পড়ুন: চারদিকে টলি দম্পতিদের ডিভোর্সের খবর, সকলকে চমকে এবার যা করলেন রাজ-শুভশ্রী, দেখুন
এর আগেও দুটি বলিউড ছবি বানিয়েছেন সৃজিত। যার মধ্যে একটি হল সাবাশ মিঠু, যাতে অভিনয় করেছিলেন তাপসী পান্নু। আর বেগম জানে দেখা গিয়েছিল বিদ্যা বলনকে। যা ছিল বাংলার রাজকাহিনির হিন্দি রিমেক। এই দুটি সিনেমাই, সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। এখন দেখার ব্যোমকেশ কী খেল দেখায়।