বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা নেগেটিভ সৃজিত, যারা মৃত্যু কামনা করেছে সেরে উঠে ধন্যবাদ জানালেন তাঁদের

করোনা নেগেটিভ সৃজিত, যারা মৃত্যু কামনা করেছে সেরে উঠে ধন্যবাদ জানালেন তাঁদের

সৃজিত মুখোপাধ্যায়

১০ দিন পর করোনা নেগেটিভ হওয়ার কথা জানালেন সৃজিত।

নতুন বছরের প্রথম দিন রাতেই খারাপ খবর দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুক পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ১০ দিন পর পরিচালক জানালেন তিনি করোনা নেগেটিভ। করোনা থেকে সেরে ওঠার জন্য অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। 

গত ১ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়েছিলেন সৃজিত। এদিন ফেসবুকের দেওয়ালে সৃজিত লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘন্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন’। 

পরিচালকের পোস্ট দেখে শুভাকাঙ্খীরা যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি কেউ কেউ মৃত্যু কামনাও করেছে তাঁর। তাই করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ফেসবুক পোস্টে পরিচালক লেখেন, ‘অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাঁদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্য়বাদ’।

সৃজিত মুখোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার পাঁচদিনের মাথায় জানা গেল সৃজিত ঘরণী মিথিলার কন্যা আইরারও কোভিড রিপোর্টও পজিটিভ। মিথিলা ও তাঁর প্রাক্তন স্বামী তাহসানের একমাত্র কন্যা আইরা। এদিন সংবাদমাধ্যমকে আইরার করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে মিথিলা বলেছিলেন, ‘আইরা করোনা পজিটিভ। গত ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধপত্র আগে থেকেই চলছিল, এখন ভাল আছে আইরা’।

 

 

বন্ধ করুন