চলতি বছরের অগস্ট মাসে গোটা শহর, বাংলা যখন উত্তাল আরজি কর কাণ্ড নিয়ে সেই সময় মুক্তি পেয়েছিল পদাতিক। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত মৃণাল সেনের বায়োপিক। বক্স অফিসে ভরাডুবি হয়েছিল ছবিটির। কিন্তু প্রশংসা পায় দর্শক, সমালোচকদের থেকে। এবার সেই ছবির মুকুটেই লাগল একাধিক নতুন পালক। আর সেই সুখবর এদিন খোদ পরিচালক ভাগ করে নিলেন সবার সঙ্গে।
আরও পড়ুন: 'দর্শনা বণিক বাঙালি জাতির লজ্জা', সৌরভ - পত্নীর উপর চটে লাল নেটপাড়া, কী কাণ্ড ঘটিয়েছেন নায়িকা?
পদাতিক ছবিটি নিয়ে কী জানালেন সৃজিত মুখোপাধ্যায়?
এদিন সৃজিত মুখোপাধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সেই পোস্টের ক্যাপশনে জানান এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে একাধিক সম্মানে সম্মানিত হয়েছে পদাতিক। এই চলচ্চিত্র উৎসবে ১১ টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি। তার মধ্যে ৩ বিভাগে পুরস্কার জিতেছে।
সৃজিত মুখোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, 'পদাতিক ১১ টি বিভাগে বিভাগে মনোনয়ন পেয়েছিল এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে, সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা এডিটিং, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা মেকআপ এবং কস্টিউম ডিজাইন, সেরা গান, সেরা আর্ট ডিরেকশন, সেরা চিত্রনাট্য, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, এবং সেরা সাউন্ড বিভাগে। মালেশিয়ায় অনুষ্ঠিত হওয়া এই চলচ্চিত্র উৎসবে কোরিয়া, চায়না, ইরান, জাপান, মালেশিয়া, ইন্দোনেশিয়া, তাইপেই, হংকং, ফিলিপিন, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, থাইল্যান্ডের শত শত ছবির মধ্যে পদাতিক সেরা মেকআপ অ্যান্ড কস্টিউম ডিজাইন ও সেরা অরিজিন্যাল মিউজিক স্কোর বিভাগে পুরস্কার পেয়েছে। শুভেচ্ছা সোমনাথ কুন্ডু, সাবর্নী দাস এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ গোটা টিমকে।'
আরও পড়ুন: শাকিরার সঙ্গে নিজের জীবন অদলবদল করতে চান ইন্ডিয়ান আইডলের মানসী! বললেন, 'আমি দেখতে চাই...'
পদাতিক ছবিটি প্রসঙ্গে
পদাতিক ছবিটিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছিল চঞ্চল চৌধুরীকে। তাঁর স্ত্রীর চরিত্রে ছিলেন মনামী ঘোষ। সত্যজিতের চরিত্রে দেখা যায় জিতু কমলকে। ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। মেকআপ করেছেন সোমনাথ কুন্ডু। মৃণাল সেনের এই বায়োপিকে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।