১৩ বছর আগে মুক্তি পেয়েছিল হেমলক সোসাইটি। কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সেই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া পেয়েছিল। এবার আসছে সেই ছবির সিক্যুয়েল, কিলবিল সোসাইটি। সরস্বতী পুজোর দিন প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির পোস্টার।
কিলবিল সোসাইটি ছবির পোস্টার
সরস্বতী পুজোর দিন, রবিবার, ২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এল কিলবিল সোসাইটির পোস্টার। ছবির প্রযোজনা সংস্থার পেজের তরফে পোস্ট করা হয় সেই ছবি। পোস্টারে দেখা যাচ্ছে একটি বন্দুক। তার থেকে গুলি বেরিয়ে লেখা 'শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই।' সঙ্গে হেমলক সোসাইটির জনপ্রিয় গান জল ফড়িং সহ এখন অনেক রাত লেখা। বাদ যায়নি হিট সংলাপ মরবে মরো ছড়িও না। আর মাঝে লেখা কিলবিল সোসাইটি, আমাদের কোনও শাখা নেই।
আরও পড়ুন: কৌশিক-জয়দীপের পর ফেডারেশনের কোপে আরেক পরিচালক? সিনেমার পর এবার বন্ধের মুখে সিরিজের শ্যুটিং?
প্রসঙ্গত এই ছবিটিরও পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে আগের বারের মতোই থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে কোয়েল মল্লিককে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে না এই ছবিতে। বরং গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বহুরূপী খ্যাত কৌশানি মুখোপাধ্যায়। থাকবেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। এই ছবির সঙ্গীতের দায়িত্বে থাকবেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য। কিলবিল সোসাইটি ছবিটির প্রযোজনা করছে SVF।
আরও পড়ুন: দাদাকে হারিয়ে দিশেহারা জাকির হুসেনের দুই ভাই! বললেন, ‘অনাথের মতো লাগছে’
কে কী বলছেন?
কিলবিল সোসাইটি ছবিটির পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'সরস্বতী পুজোয় এমন চমক অকল্পনীয়।' আরেকজন লেখেন, 'উফ। অপেক্ষায় আছি। কবে আসছে ছবিটি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য তাহলে কৌশানির একটা হিল্লে হল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কোয়েল দিকে ছাড়া এই ছবি মানতেই পারছি না।' প্রসঙ্গত অভিনেত্রী সদ্যই দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন। গত ডিসেম্বরেই ভূমিষ্ট হয়েছে তাঁর মেয়ে। সেই জন্যই নাকি অন্য কারণে তাঁকে এই ছবিতে দেখা যাবে না সেটা স্পষ্ট নয়।
তবে এদিন ছবির পোস্টার প্রকাশ্যে এলেও ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানানো হয়নি। তবে সৃজিত মুখোপাধ্যায়ের একাধিক কাজ এই বছর আসবে যে সেটা বলাই যায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর সত্যি বলে সত্যি কিছু নেই। এক রুকা হুয়া ফ্যায়সলা অবলম্বনে বানানো ছবিটি ব্যাপক সাড়া পেয়েছে দর্শকদের থেকে।এছাড়া আগামীতে মুক্তি পাবে তাঁর উইঙ্কেল টুইঙ্কেল। সদ্যই সেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। এছাড়া কিলবিল সোসাইটি তো আছেই।