বাংলা নিউজ > বায়োস্কোপ > ছাত্র আন্দোলনের ভ্রুকুটি সিনেমাতেও! উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি

ছাত্র আন্দোলনের ভ্রুকুটি সিনেমাতেও! উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি

উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি

Padatik-Bangladesh: ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক। একই দিনে পড়শি দেশ বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু এখন সেখানে এই উত্তাল পরিস্থিতিতে পদাতিক মুক্তি পাচ্ছে না বলেই জানা গেল। 

ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক। একই দিনে পড়শি দেশ বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু এখন সেখানে এই উত্তাল পরিস্থিতিতে পদাতিক মুক্তি পাচ্ছে না বলেই জানা গেল। আর এই গোটা বিষয়েই একটা বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা নয়, 'কাছের মানুষ'-এর সঙ্গে ফের ধরা দিলেন রাহুল! রুকমাকে পাশে নিয়ে লিখলেন কী?

বাংলাদেশে পদাতিক ছবির মুক্তি নিয়ে কী জানা গিয়েছে?

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। তাই এই পরিস্থিতিতে সেই দেশে এই ছবি রিলিজ করা সম্ভব নয় বলেই প্রযোজক জানিয়েছেন। পদাতিক ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, '১৫ অগস্ট এ দেশে আর ১৬ অগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির। কিন্তু এখন যতক্ষণ না বাংলাদেশে পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে ততক্ষণ সেখানে এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।' তিনি আরও জানান, 'অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়ায় দেখি, তারপর দিনক্ষণ স্থির করা হবে। ততদিন বাংলাদেশে এই ছবির মুক্তি স্থগিত থাকবে।'

প্রসঙ্গত পদাতিক ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনিও এই অবস্থায় সেখান থেকে এই দেশে ছবির প্রচারে আসতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

পদাতিক ছবি প্রসঙ্গে

পদাতিক ছবিটি আসলে মৃণাল সেনের বায়োপিক। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে চঞ্চলের সঙ্গে দেখা যাবে মনামী ঘোষকে। এছাড়া আছেন জিতু কমল এবং অন্যান্যরা। ইতিমধ্যেই এই ছবির একাধিক গান, ট্রেলার প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: গ্র্যাজুয়েশন করে কৃষক হয়েছেন! উত্তর প্রদেশের সুধীরের লড়াইয়ের গল্প শুনে কেবিসির মঞ্চে কেঁদে ভাসালেন অমিতাভ

আরও পড়ুন: 'গাঁটছড়া'র 'দ্যুতি'র নাম করে টাকা হাতাচ্ছে জালিয়াতরা! অনুরাগীদের সতর্ক করে শ্রীমা লিখলেন, 'কোকো আর জুলি দুজনেই...'

কী ঘটেছে বাংলাদেশে?

সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.