সম্প্রতি একগুচ্ছ নতুন বাংলা ছবির কথা ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় আছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির নামও। সদ্যই পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ছবি টেক্কা। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে সেই ছবি। এবার চৈতন্যদেবের জীবনের কাহিনি বড় পর্দায় আনতে চলেছেন তিনি।
আরও পড়ুন: 'দ্বীপ জ্বেলে যাই'-এর রিমেকের পরিকল্পনা রাইমার! মুখ্য ভূমিকায় কাকে ভাবছেন সুচিত্রা সেনের নাতনি?
আরও পড়ুন: বীর জারার ২০ বছর পরেও লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাওয়ার স্মৃতিতে বুঁদ সোনু! বললেন...
সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি
সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির নাম লহ গৌরাঙ্গের নাম রে। ২০২২ সালে প্রথম তিনি সেই ছবির কথা ঘোষণা করেছিলেন। এবার আবার চর্চায় উঠে এসেছে সেই ছবি। চৈতন্যদেবের জীবনের নানা কাহিনি দেখানো হবে। একই সঙ্গে জানা গিয়েছে এই ছবির প্রযোজনা যৌথ ভাবে সামলাবে SVF এবং রানা সরকার।
এই বিষয়ে SVF এর তরফে আনন্দবাজারকে জানানো হয়েছে, এই প্রযোজনা সংস্থা এবং রানা সরকার যৌথ ভাবে সৃজিতের নতুন ছবির প্রযোজনা করবেন। আগামী বছরের গোড়ার দিকে ছবির কাজ শুরু হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে তাঁদের তরফে। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ।
কিন্তু যৌথ প্রযোজনা কেন? এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে মুখ খোলা না হলেও জানা গিয়েছে ব্যয়বহুল হতে চলেছে ছবিটি। টলিউডের একাধিক তারকা থাকবেন এখানে। চৈতন্যদেবের সময়কাল তুলে ধরা হবে। ফলে একাধিক তারকার উপস্থিতির পাশাপাশি ছবিটির শ্যুটিং পুরী, নবদ্বীপ সহ একাধিক জায়গায় হবে। তাই যৌথ ভাবে SVF এবং রানা সরকার প্রযোজনা করবেন এই ছবির ।
আরও পড়ুন: 'টেক্কা'র রেশ ফিকে হতে না হতেই 'হাঁটি হাঁটি পাপা' করে চিরন্তন সম্পর্কের গল্প বলতে আসছেন রুক্মিণী! বিপরীতে কে?
কারা থাকবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে?
পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পাওলি দাম, ব্রাত্য বসু, সহ একাধিক তাবড় তাবড় অভিনেতা থাকবেন বলেই এই ছবির ঘোষণার সময় জানিয়েছিলেন প্রযোজক রানা সরকার। তবে এখনও তাঁরাই থাকবেন নাকি কাস্টিংয়ে বদল আনা হবে সেটা স্পষ্ট নয়।