১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। এত বছর পর আসছে এই ছবির সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’। ইতিমধ্যেই সেই খবর ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন। আর এবার তিনি ছবিতে কারা কারা গান করছেন তাঁদের নামও ঘোষণা করলেন।
সৃজিত মুখোপাধ্যায় মানেই সব সময় বড় চমক, বিরাট স্টার কাস্ট। ছবিতে কে কে থাকবেন তাঁর কিছু আভাস আগেই দিয়েছিলেন তিনি। আর এবার ছবির গান কারা কারা করছেন, তাঁদের নাম ঘোষণা করলেন। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য। বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট শেয়ার করে পরিচালক জানান কোন কোন সঙ্গীত শিল্পীর গান ছবিতে শোনা যাবে। পোস্টটি শেয়ার করে সৃজিত লেখেন, ‘অনুপম রায়, রণজয় ভট্টাচার্য, তমালিকা গোলদার, রূপম ইসলাম, সিদ্ধার্থ রায়, অভিজিৎ ভট্টাচার্য, সোমলতা আচার্য্য চৌধুরী, শিলাজিৎ মজুমদার, রাপূর্ণা ভট্টাচার্য, সুদীপ নন্দী, শ্রীময় ভট্টাচার্য সকলকে নিয়ে ‘কিলবিল সোসাইটি’ একটি অ্যালবামে পরিণত হতে চলেছে...যার জন্য মন না দিয়ে পারবেন না।’
আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখে কাজ দেওয়া হয়, এটা…’, পরিচয় গুপ্ত মুক্তির আগে মুখ খুললেন দর্শনা
প্রসঙ্গত, বুধবার এক্স হ্যান্ডেলে সৃজিত একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় তাঁর সঙ্গে একফ্রেমে রয়েছেন রূপম ইসলাম এবং সিধু। ছবিটি পোস্ট করে কিলবিল সোসাইটি পরিচালক লেখেন, 'ইতিহাস তৈরি হতে চলেছে। এই প্রথমবার রূপম এবং সিধু ডুয়েট রেকর্ড করল।' সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ‘কিলবিল সোসাইটি’।
ছবির অভিনেতা-তালিকাও নানা চমকে ভরা। 'হেমলক সোসাইটি'-এর মতো এইবার মুখ্য ভূমিকা থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার আর তাঁর বিপরীতে কোয়েল মল্লিককে দেখা যাবে না এই ছবিতে। তাঁর বদলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কৌশানি মুখোপাধ্যায়। তাছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়তে চলেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে SVF।
আরও পড়ুন: সঙ্গমে প্রদীপ ভাসানো, মহাকুম্ভে ‘হর হর মহাদেব’-এ নাচ, ভক্তিতে মজলেন অপরাজিতা
ইতিমধ্যেই ছবির পোস্টারও প্রকাশ্যে এসেছেন। সরস্বতী পুজোর দিন ২ ফেব্রুয়ারি নির্মাতাদের পক্ষ থেকে 'কিলবিল সোসাইটি'-এর পোস্টার সামনে আনা হয়। পোস্টারে একটি বন্দুকের ছবি দেখা যায়। তার থেকে গুলি বেরিয়ে লেখা 'শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই।' সঙ্গে হেমলক সোসাইটির জনপ্রিয় গান জল ফড়িং-সহ এখন অনেক রাত লেখা। বাদ যায়নি জনপ্রিয় সংলাপ ‘মরবে মরো ছড়িও না’। আর তার সঙ্গে লেখা ‘কিলবিল সোসাইটি আমাদের কোনও শাখা নেই'।