ফের সৃজিত-মিথিলার সুখের সংসারে ভাঙনের গুঞ্জনে সরগরম দুই বাংলা। গতবছরের শেষের দিকেও একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেসময়ও সেই গুঞ্জন নস্যাৎ করেছিলেন দুই বাংলার এই তারকা পতি-পত্নী সৃজিত-মিথিলা। আবারও তাঁদের নিয়ে একই ধরনের গুঞ্জন। শোনা যাচ্ছে, দুই সীমান্তের এই প্রেমে নাকি এবার সত্যিই দাঁড়ি পরতে চলেছে।
সত্য়িই কি তাই?
এবার মিথিলার সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজে। প্রসঙ্গত এই মুহূর্তে পরিচালক অবশ্য মধ্যপ্রদেশে রয়েছেন, সেখানেই চলছে ব্যোমকেশের শ্যুটিং। সেখান থেকে নিউজ১৮ বাংলাকে এই গুঞ্জন নিয়ে উত্তর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন এসব নিয়ে তিনি মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায় এসব গুঞ্জনের নাকি কোনও ভিত্তি নেই। এদিকে রবিবার মধ্যপ্রদেশ থেকেই ছবি পোস্ট করেছেন সৃজিত। লিখেছেন, ‘টাইম ট্রাভেল শুরু’, আবার হ্যাশট্যাগে রেখেছেন, ‘নিজের শর্তে’।
আরও পড়ুন-'এক পলকা জিনা' গানে হৃত্বিকের পাশে দাঁড়িয়েই তাঁকে নকলের চেষ্টা! পারলেন কি ভিকি?
এদিকে এই মুহূর্তে মিথিলা বাংলাদেশেই রয়েছেন। বিয়ে ভাঙার গুঞ্জনে বাংলাদেশের সংবাদ-মাধ্যমের কাছে মুখ খুলেছেন মিথিলাও। তিনি বলেছেন, 'যে খবর ছড়িয়েছে, সেটা ভিত্তিহীন।'
একসময়, দুই বাংলার সীমানা পার করে সৃজিত-মিথিলার প্রেমের শুরুটা হয়েছিল ফেসবুকের হাত ধরে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। পরে ২০১৯-এর ৬ ডিসেম্বর সৃজিত মুখোপাধ্যায়ের কলকাতার বাড়িতেই মিথিলার সঙ্গে তাঁর আইনি বিয়ে হয়। পরে তাঁরা একটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন টলি পাড়ার বহু তারকা। আর এবার গুঞ্জন সেই বিয়েতেই নাকি এবার ইতি টানতে চলেছেন মিথিলা, আগামী দু'মাসের মধ্যেই নাকি সমস্ত সম্পর্ক চুকিয়ে তিনি মেয়ে আইরাকে নিয়ে পাকাপাকি ভাবে বাংলাদেশে ফিরে যাবেন। যদিও সৃজিত-মিথিলা এধরনের গুঞ্জনে বিশেষ মাথা ঘামাতে নারাজ। তাঁদের দাবি, কাজের জন্যই তাঁদের প্রায়ই দূরে দূরে থাকতে হয়, আর তখনই এসব খবর রটে। ওদিকে এখবরে নেটপাড়ার লোকজন বলছেন, কী হবে, সেটা ভবিষ্যতেই না হয় দেখা যাবে…।