মাত্র কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে দেব এবং সৃজিত জুটির টেক্কা। এবার শীতে মুক্তি পেল দেবের নতুন ছবি খাদান। আপাতত দর্শকদের বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি। তবে তার মধ্যেই সৃজিত মুখোপাধ্যায় দেবের এই বিগ বাজেট ছবিটির ভুলচুকগুলো ধরিয়ে দিলেন। একই সঙ্গে বোঝালেন এই ছবিটি কেন জরুরি।
আরও পড়ুন: খাদান জ্বরে থরহরি কাঁপছে বাংলা! প্রথম দিনেই ঘরে কত তুলল দেবের ছবি?
খাদান ছবিটি নিয়ে কী লিখলেন সৃজিত?
এদিন খাদান ছবিটি দেখে এসে ফেসবুকের পর্দায় রিভিউ দেন সৃজিত মুখোপাধ্যায়। একজন দর্শক তো বটেই বাংলা ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং পুরোনো পরিচালক হওয়ার দরুন তিনি খাদান ছবিটির যে ছোটখাটো ভুলচুক আছে সেগুলো যেমন বললেন, তেমনি জানালেন ছবিটির কোন বিষয়গুলো ভালো এবং কেন জরুরি এই ছবিটি।
সৃজিত এদিন তাঁর পোস্টে লেখেন, 'একটা গুরুত্বপূর্ণ ছবি সবসময় ভালো ভাবে বানানো হবে যে সেটা নাও হতে পারে। বাংলা ছবির জন্য খাদান ছবিটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কমন সেন্স থাকলেই বোঝা যাবে। তবে ছবিটি ভীষণ ভালো ভাবে বানানো হয়েছে। এটা ঠিক যে যিশু সেনগুপ্তর বাঙাল উচ্চারণটা সবসময় সব জায়গায় এক ছিল না। এটাও ঠিক যে নিউটাউনের তৃতীয় সূত্রকে উদযাপন করতে গিয়ে গ্রাভিটির অন্যান্য সূত্রকে উপেক্ষা করা যায় না। কোলিয়ারির অন্যান্য নিয়ন, অব্যবস্থা বা পরিস্থিতি নিয়ে জানতে মন চেয়েছে। কিন্তু তারপরও এই ছোটখাটো জিনিসগুলো ছাড়া খাদান আমার দারুণ লেগেছে।'
এরপর টেক্কা পরিচালক লেখেন, 'ভাষা, উচ্চারণকে আঞ্চলিক করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। পোশাক, রাজনীতি, খাবার, ইত্যাদি বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে। লার্জার দ্যান লাইফ ক্যানভাস যেন, একাধিক ইমোশনাল মুহূর্ত তৈরি করা হয়েছে। দারুণ ভাবে এডিট করা হয়েছে, সিকোয়েন্স থেকে সিকোয়েন্স দ্রুত সরেছে। দর্শকদের স্পুনফিড না করিয়ে গল্প বলার ক্ষেত্রে তাঁদের অংশীদার করা হয়েছে। কবি সুকান্তর উল্লেখ থেকে উন্নতির সঙ্গে কেন পরিবেশের দিকে নজর দেওয়া জরুরি সেটাও বোঝানো হয়েছে।'
সৃজিত এদিন তাঁর পোস্টে জানিয়েছেন, দেব পুরো কোহলির মতো ব্যাট করেছেন। প্রশংসা করেছেন যিশু এবং অনির্বাণের। বাদ দেননি ছবির পরিচালকের কথাও।
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেল। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। বক্স অফিসে প্রথম দিনই এই ছবিটি ১ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানিয়েছেন দেব।