সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল অনির্বাণ ভট্টাচার্যর। আরও ভালো করে বললে, পরমব্রত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রটাই করার কথা ছিল অনির্বাণের। কিন্তু কেন করলেন না তিনি শেষ পর্যন্ত, জানালেন সৃজিত।
অনির্বাণকে নিয়ে কী জানালেন সৃজিত?
এদিন তিন ইয়ারি কথা নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেখানেই তিনি জানালেন যে কেন শেষ পর্যন্ত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটিতে তিনি অনির্বাণ ভট্টাচার্যকে নিলেন না। এই বিষয়ে পরিচালক জানান, 'অদ্য শেষ রজনী দেখে মনে হয়েছিল অনির্বাণ ওই পিচটা ও ভালো মডিউলেট করতে পারবে। শরীরী ভাষা, এক্সপ্রেশন দিয়ে। ওর একটা লিড করব গোছের ভাবনা, শুধু আমি বা সোলো আমি ছাড়া কাজ করব না এখন এরম একটা আমার সঙ্গে বায়নাক্কা ধরেছিল। কিন্তু সমস্যা সেটাই। ও ভীষণ ভালো অভিনেতা। আমি ওকে যে কোনও চ্যালেঞ্জিং চরিত্রেই ব্যবহার করতে চাই। এবার বাকিরা কে কী আছে, ছবিটা কার একার, কার একার নয় এই ভাবনা চিন্তার সঙ্গে আমি মেলাতে পারি না নিজেকে। বিশ্বাস করি না।'
সৃজিত এদিন আরও বলেন, 'সোলো ছবি দেবে কি দেবে না কোনও অভিনেতাকে এটা তো একজন প্রযোজকের হাতে থাকে। যে যে অভিনেতাদের সোলো হিট আছে তাদের সোলো ছবি দিয়ে প্রযোজকরা নিরাপদ মনে করেন। যাদের নেই তাঁদের করেন না। তো এটা সবসময় পরিচালকের হাতে থাকে না। এটাও একটা সমস্যা।'
আরও পড়ুন: গানের সুরে ১০০ কৌরবের নাম শোনালেন যুবক! কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া বলছে, 'কুর্নিশ!'
সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে
সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অবলম্বনে তৈরি হয়েছে। এখানে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। SVF প্রযোজনা করেছে ছবিটির।