প্রায় শেষের পথে ২০২৪। এই বছর একাধিক বাংলা ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। একাধিক ছবি যেমন ফ্লপ করেছে, চলেনি। তেমনি একাধিক ছবি ব্লকবাস্টার হয়েছে। রয়েছে সুপারহিট এবং হিট। এবার সেই প্রসঙ্গে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?
আরও পড়ুন: বক্স অফিসে দাপট দেখাচ্ছে খাদান, প্রযোজক রানেকে পাশে বিয়ে কেক কাটলেন দেব!
আরও পড়ুন: পারফরমেন্সের মাঝেই অরিজিৎকে তাক করে হুডি ছুঁড়ল ভক্ত! গান থামিয়ে এটা কী করলেন গায়ক?
বাংলা সিনেমা নিয়ে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?
সৃজিত মুখোপাধ্যায় এদিন লেখেন, '২০২৪ সালটা বাংলা সিনেমার জন্য একটা দুর্দান্ত বছর গেল! বক্স অফিস অনুযায়ী দুটো ব্লকবাস্টার আছে, খাদান এবং বহুরূপী। সুপারহিট আছে দুটো, টেক্কা, সন্তান এবং হিট হিসেবে আছে অযোগ্য, এটা আমাদের গল্প।'
কেবল বক্স অফিসের দিক দিয়ে বিচার্য নয়। ফিল্ম ফেস্টিভ্যালের দিক দিয়েও বেশ কিছু ছবি নজর কেড়েছে। আর সেই ছবিগুলো প্রসঙ্গে তিনি এদিন লেখেন, 'জাতীয় এবং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যে যে ছবিগুলো স্বীকৃতি পেয়েছে সেগুলো হল মানিকবাবুর মেঘ, পদাতিক, পুরাতন, বিধ্বস্থ, পুতুলনাচের ইতিকথা, নধরের ভেলা এবং মরীচিকা।'
এই বিষয়ে বলে রাখা ভালো এই ছবিগুলোর মধ্যে দুটো ছবি সৃজিত মুখোপাধ্যায়ের, পদাতিক এবং টেক্কা। বক্স অফিসে মুক্তি পেতে না পেতেই বহুরূপী এবং খাদান দুটোই প্রবল সাড়া পেয়েছিল। মাত্র ৫ দিনে খাদান ছবিটি ৫ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে বহুরূপী ছবিটিও বক্স অফিসে ১৫ কোটি টাকার উপর ব্যবসা করেছে। টেক্কা, সন্তান ছবি দুটোও বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে।
এই বিষয়ে বলে রাখা ভালো, পুজোর জোর বিতর্ক বেঁধেছিল। দেবের তরফে দাবি করা হয় টেক্কা অরগ্যানিক হিট। তবে এদিন সৃজিত যে পরিসংখ্যান দিলেন তাতে স্পষ্ট বহুরূপী বক্স অফিসে ছাপিয়ে গিয়েছিল টেক্কাকে
কে কী বলছেন?
এক ব্যক্তি সৃজিত মুখোপাধ্যায়ের এই পোস্টে লেখেন, '।' দ্বিতীয় জন লেখেন, 'মুক্তি পাওয়ার পাঁচ দিনের মধ্যেই খাদান ব্লকবাস্টার হয়ে গেল?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'স্যার জিৎ দার বুমেরাং কিন্তু বক্স অফিস হিট ছিল। ওই ছবিটির কথা বলতে ভুলে গেলেন নাকি?' চতুর্থ জন লেখেন, 'খালি বুমেরাং নয়। পরিয়াও বক্স অফিস হিট '