চলতি বছরে সৃজিত মুখোপাধ্যায়ের চার চারটি কাজ মুক্তি পেয়েছে। আর চারটে কাজই প্রবল ভাবে প্রশংসিত হয়েছে দর্শক এবং সমালোচকদের দ্বারা। এই বিষয়ে দশমীর দিন কী লিখলেন পরিচালক?
আরও পড়ুন: 'দারুণ এক্সাইটেড', এড শিরানকে দেখেই উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরলেন অরিজিৎ! প্রকাশ্যে রিহার্সালের ঝলক
কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?
সৃজিত মুখোপাধ্যায় ১৩ অক্টোবর, দশমীর শেষবেলায় ২০২৪ সালে মুক্তি পাওয়া তাঁর ছবিগুলো নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'হিট এবং টেকনিক্যাল স্বীকৃতি পেয়েছে অতি উত্তম। দর্শক এবং সমালোচকদের থেকে দারুণ প্রশংসিত হয়েছে পদাতিক। সুপারহিট এবং সমালকদের দ্বারা প্রশংসিত হয়েছে শেখর হোম। টেক্কা ব্লকবাস্টার। ২০২৪ আমার জন্য দারুণ একটা স্বস্তিদায়ক বছর ১০, ১১, ১৪, ১৫, ১৮, ১৯, ৩০ এর সঙ্গে যেখানে ক্রিটিকাল এবং কমার্শিয়াল দুনিয়া একসঙ্গে মিশেছে।'
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তার মানে বলছেন টেক্কা সমালোকদের দ্বারা প্রশংসিত হয়নি একেবারেই?' জবাবে সৃজিত লেখেন, 'না, বিষয়টা সেটা নয়। দশম অবতারের থেকে মানুষের এটা বেশি ভালো লেগেছে। কিন্তু বাণিজ্যিক ভাবে সফলতা বেশি পেয়েছে এই ছবি।' আরেক ব্যক্তি লেখেন, 'টেক্কার মতো আরও ছবি চাই। দারুণ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'টেক্কা ছবির তো আর তেমন টিকিট বিক্রি হচ্ছে না। দেবকে বলুন এখনও অবধি কত আয় করেছে সেটা পোস্ট করতে। মানুষ জেনে যাক টেক্কা সত্যিই ব্লকবাস্টার। তারত যেটা ইনকাম করবে ছবি সেটা উপরি হবে।'
টেক্কা প্রসঙ্গে
এই বছর পুজোর মুখে মুক্তি পেয়েছে টেক্কা। দুর্ধর্ষ ক্লাইম্যাক্স এবং চমকে ভরপুর এই ছবি দর্শকদের যেমন নজর কেড়েছে। বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব, রুক্মিণী মৈত্র স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা গিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবদান আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত, প্রমুখ। পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়ের। প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড।