পরিবারে নতুন সদস্য যোগ হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। কন্যা সন্তানের ‘বাবা’ হয়েছেন তিনি। ‘মহাভারত’ মহাকাব্যের এক চরিত্র থেকে নামকরণ করেছেন তাঁর মেয়ের। শুনে খানিকটা অবাক হচ্ছেন? আসলে একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, ‘বাড়িতে তোমায় স্বাগত উলুপি। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল’। পোস্টে কন্যার নাম উল্লেখ করে সুখবর জানিয়েছেন সৃজিত।
বাড়িতে নতুন সদস্য আসার খবর জানানোর পরই শুভেচ্ছায় ভাসছেন পরিচালক। মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ততা সৃজিতের। আসলে সৃজিত মুখোপাধ্যায় নতুন পোষ্য এনেছেন বাড়িতে, তারই নাম রেখেছেন উলুপি। ‘মহাভারত’ মহাকাব্যের এক সাপের নাম থেকে কন্যার নামকরণ করেছেন উলুপি। চমকে যাওয়ার মতো বিষয় হল, সৃজিতের সদ্যজাত কন্যা কিন্তু মোটেই মানুষ নয়। তো উলুপি কি? সে কিন্তু কুকুর-বিড়াল, পাখিও নয়। শুনলে চমকে উঠবেন, এই উলুপিও মহাভারতের সাপের মতোই এক সাপ। যে সে সাপ নয়, একেবারে পাইথন। বাড়িতে একটি ছোট্ট পাইথন নিয়ে এসেছেন সৃজিত। আরও পড়ুন: সেলফি নিতে আসা ভক্তদের উপর চিৎকার, ‘বলছি মন খারাপ', বিরক্তি প্রকাশ নাসিরুদ্দিনের
এ দিন রাতের দিকে আরও একটি পোস্ট করেন পরিচালক। তিনি জানিয়েছেন, ‘এত ভালোবাসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে উলুপি। এমনকি যারা তাঁকে মানব শিশু ভেবে শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁদেরকেও। কিন্তু সে তা নয়। আদতে সে আফ্রিকান বল পাইথন। কেরল থেকে আনা হয়েছে ওকে। একটি বিদেশি প্রজাতি। সম্পূর্ণ আইনিভাবে সংগ্রহ করা হয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ রাখা হয়েছে’৷ আরও পড়ুন: ৫৫-এ পা ভাগ্য়শ্রীর, জন্মদিনে বিরাট আয়োজন, পার্টিতে হাজির মাধুরী থেকে অনুপমরা
সৃজিত বাড়িতে একটি সাপ পুষছেন? সেটিও কি সম্ভব? বিষয়টি কি আইনি? অনেকেই এমন নানা প্রশ্ন তুলেছেন। বাড়িতে সৃজিত যে প্রজাতির সাপ পুষছেন, সেটির নাম বল পাইথন। অনুমতি না থাকলে পাইথন বাড়িতে রাখা যায় না। বিদেশ থেকে আনা বিশেষ কিছু প্রজাতির সাপ বাড়িতে পোষা যায়। তবে তার জন্য প্রথমে সরকারের অনুমতি নিতে হবে। তার পরে যে রাজ্যে সাপটিকে আনা হচ্ছে, সেখানকার বন দফতরের অনুমতি লাগবে। তার যত্ন, খাবার, চিকিৎসার বিষয়গুলিও খেয়াল রাখতে হবে। সেখানে কোনও খামতি থাকলেও বন দফতর ব্যবস্থা নিতে পারে।
প্রসঙ্গত, ভারতে যে ধরনের সাপ পাওয়া যায় সেগুলোকে পোষ্য হিসেবে রাখা যায় না। তবে বিদেশেই কেবল পাওয়া যায় এমন সাপ পোষ্য হিসেবে রাখা যেতে পারে। এদিকে, বাড়িতে আগে থেকেই এক কচ্ছপকে পুষছেন সৃজিত। এবার তাঁর পোষ্যের তালিকায় নতুন সংযোজন বল পাইথন।
উল্লেখ্য, ওপার বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলর সঙ্গে ভরা সংসার সৃজিতের। মিথিলার আগের পক্ষে বিয়ে থেকে রয়েছে এক কন্যা সন্তান। সেই কন্যাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন সৃজিত। কাজের দিক থেকে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ আগামী বাইশে মার্চ মুক্তি পাবে। অভিনয়ে আছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্যরা।