এবার পুজোয় মুক্তি পেতে চলেছে টেক্কা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে জুলফিকার ছবির পর আবারও পরিচালকের সঙ্গে কাজ করতে দেখা যাবে দেবকে। শুক্রবার মুক্তি পাবে ছবির টিজার। তার আগে এই ছবি নিয়ে কী আপডেট দিলেন সৃজিত?
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
কী জানালেন সৃজিত?
সৃজিত তাঁর সেই প্রথম ছবি অর্থাৎ অটোগ্রাফ থেকে অনুপম রায়ের সঙ্গে কাজ করে আসছেন। সৃজিতের ছবি মানেই অনুপমের গান। নইলে তাঁর মিউজিক ডিরেকশন। টেক্কাও ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার এখানে চমক দিয়ে থাকছেন রণজয় ভট্টাচার্যও। আর বর্তমান সঙ্গীত জগতের এই দুই মহারথী এবার একসঙ্গে কাজ করবেন।
এদিন অনুপম রায়, এবং রণজয় ভট্টাচার্যর সঙ্গে একটি ছবি পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'গানের সঙ্গী অনুপম। এবং নতুন গান নির্মাতাদের মধ্যে অন্যতম রণজয় এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন।' এই ছবিতে তিনি দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রকে মেনশন করেছেন।
টেক্কা প্রসঙ্গে
টেক্কা ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রকে। টেক্কা ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে। সমস্ত চরিত্রদের সঙ্গে আলাপ করিয়েছেন দেব। এবার পালা টিজারের। আগামী শুক্রবার, ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে টেক্কা ছবির টিজার। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন! ইশানের হট ফটোশ্যুট দেখে কী বলছে নেটপাড়া?
পুজোর অন্যান্য ছবি
এই পুজোতে দেবের টেক্কা ছাড়াও আসছে SVF এর সন্তান। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়া পথিকৃৎ বসুর শাস্ত্রী তো আছেই। সেখানেও থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, প্রমুখ। অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, সহ নায়িকা, ইত্যাদি ছবিও মুক্তি পাবে একই দিনে।