১৪ অগস্টের মধ্যরাতে এক অনন্য ঘটনার সাক্ষী থাকল গোটা বাংলা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং নারী নিরাপত্তার জন্য সরব হয়ে গোটা বাংলার মেয়েটা এদিন পথে নেমেছিলেন। বাদ যাননি সৃজিত মুখোপাধ্যায়ের মাও। কিন্তু তিনি মোটেই ছেলের সঙ্গে পথে নামেননি। এই লড়াইয়ে সামিল হয়েছিলেন একাই।
কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?
সৃজিত মুখোপাধ্যায় এদিন একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানান তাঁর মা যিনি কিনা একজন চিকিৎসকও বটে তিনি ছেলের সঙ্গে জমায়েতে আসতে চাননি। বরং একাই সেখানে গিয়েছেন। এই বিষয়ে সৃজিত লেখেন, 'আমার ৭৭ বছর বয়সী মা যিনি কিনা পেশায় একজন চিকিৎসকও বটে তিনি আমার সঙ্গে জমায়েতে যেতে না করে দেন। যাদবপুর ৮ বি-তে একাই যান প্রতিবাদ করতে।'
এরপর তিনি আরও জানান, 'আমি চিন্তিত ছিলাম। একই সঙ্গে গর্বিতও।' অনেকেই তাঁর এই পোস্টে বাহবা জানিয়েছেন। কেউ আবার নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
টলিউডের অনেকেই এদিন পথে নেমেছিলেন। আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সরব হলেও টলিউডের সেলেবরা নাকি তেমন ভাবে গর্জে ওঠেননি। এমনটাই দাবি করেছিলেন অনেককে। কারও কারও আবার ধারণা ছিল তাঁরা রাজনৈতিক চাপে নাকি 'রাত দখলে' জমায়েতেও আসবেন না। কিন্তু সেটা ভেঙে দিলেন খোদ তারকারাই। এদিন আরজি করের তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে পথে নামল টলিউডের একাংশ। রাত দখলে সহনাগরিকদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলালেন শুভশ্রী, পার্নো, মিমি, সহ অন্যান্যরা। বাদ গেলেন না ছোট পর্দার তারকাও। এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে সেখানে দেখা যাচ্ছে মিছিল এবং জমায়েতে অংশ নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, অরিন্দম শীল। তাঁদের সঙ্গে দেখা যায় পরিচালক বিরসা দাশগুপ্তকেও। অন্যদিকে যাদবপুরের জমায়েতে অংশ নেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
বাদ যাননি যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁকে এদিন মিছিল থেকে হাততালি দিয়ে স্লোগান তুলতে দেখা যায়। অন্যদিকে ঋদ্ধি সেনও জমায়েতে অংশ নেন। ছোট পর্দার রূপাঞ্জনা মিত্র থেকে সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি সহ অনেকেই এদিন রাস্তায় নামেন।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন ধ্রুব রাঠি! তুলোধোনা নেটিজেনদের
কী ঘটেছে ১৪ অগস্ট?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ১৪ অগস্ট 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।