হাতে আর মাত্র এক সপ্তাহ। মহাপঞ্চমীতে মুক্তি পাবে টেক্কা। জোর কদমে চলছে প্রস্তুতি। টেক্কার ট্রেলারে সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছে সৃজিতের নায়ক ইকলাখ। টেক্কা ঘোষণার পর থেকেই চর্চায় থেকেছে। দীর্ঘদিন পর সৃজিত-দেবের রিইউনিয়ন, সঙ্গে স্বস্তিকার উপস্থিতি। ফিরে এসেছে পুরোনো প্রেমের চর্চা। দম ফেরার ফুরসৎ না থাকলেও টেক্কা রিলিজের আগেই পরের ছবি নিয়েও ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। আরও পড়ুন-Tekka Trailer: চাকরি ফেরত পেতে জমাদার থেকে কিডন্যাপার দেব! মেয়েকে বাঁচাতে বন্দুক হাতে টেক্কা স্বস্তিকার
হ্যাঁ, সময় বার করে নিজের পরবর্তী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর ডাবিং এর কাজ শুরু করে দিয়েছে পরিচালক। সৃজিতের এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। মহালয়ার ঠিক আগেভাগে বন্ধু কৌশিকের সঙ্গে ডাবিং-এর কাজটা সেরে ফেললেন। টেক্কার প্রচারের ফাঁকে অল্প সময় পেতেই সেটাকে কাজে লাগালেন সৃজিত। পরিচালকের কথায়, কেজির (কৌশিক গঙ্গোপাধ্যায়) সঙ্গে ডাবিং-এর ফাঁকে টেক্কা নিয়েই আলোচনা হয়েছে তাঁর।
তার মাঝে মঙ্গলবার দুপুরে সমাজ মাধ্যমে সৃজিতের দেখা মিলল একদম অন্য রূপে। খাকি উর্দিতে দাবাং ভঙ্গিতে টেক্কা নিয়ে সিনেপ্রেমীদের বার্তা দিলেন সৃজিত! টেক্কার ট্রেলার রিলিজের পর থেকেই ছবির ক্ল্যাইম্যাক্স নিয়ে বিস্তর আলোচনা। শেষে গুলিটা লাগল কার? তবে কি দেব এই ছবির ট্র্যাজিক হিরো নাকি শেষে চাকরি ফিরে পাওয়ার তাগিদে কিডন্যাপারের পর খুনিও হয়ে যাবে সে? চলছে আলোচনা।
তার মাঝেই দেবের এক ফ্যান পেজ থেকে সলমনের মুখের উপর সৃজিতের মুখ সুপার ইম্পোজ করে একটি ভিডিয়ো বানানো হয়েছে। আসলে টেক্কার ক্ল্যাইম্যাক্স নিয়ে যারা মাথার চুল ছিঁড়ছেন তাঁদের উদ্দেশে সৃজিতের বার্তা কী হবে, সেই নিয়েই এই ভিডিয়ো। কিক-এর শেষে রণদীপ হুডাকে সলমন যেমনটা জানিয়েছিলেন, ‘আমার ব্যাপারে এত্ত ভেবো না। আমি হৃদয়ে থাকি, কিন্তু আমাকে বুঝবে এই সাধ্যি কারুর নেই’।
এই মিম ভিডিয়ো দারুণ পছন্দ হয়েছে খোদ সৃজিতের। নিজেই ফেসবুক তা শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘এটা আবার কে বানালো রে?’
টেক্কা প্রসঙ্গে
এক মাস কাজ করেই জমাদারের চাকরি হারিয়েছে ইকলাখ। সেই চাকরি ফিরে পেতে এক স্কুলছাত্রীকে (স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে) কিডন্যাপ করে সে। সেই খুদেকে উদ্ধারের দায়িত্ব পরে কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসার রুক্মিণীর হাতে। কোনওভাবেই আপোসের রাস্তায় যেতে রাজি নয় ইকলাখ, তার একটাই ডিম্যান্ড- ‘আমার চাকরিটা চাই’।
মেয়েকে বাঁচাতে সর্বস্ব সঁপে দিতে রাজি স্বস্তিকা। শেষে পথ খুঁজে না পেয়ে বন্দুক হাতে তুলে নেন স্বস্তিকাও। স্পষ্ট জানিয়ে দেন,'আমার মেয়ের সঙ্গে আজ যা যা হবে, তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে। এক্সাক্টলি সেম'। এরপর কী ঘটবে রহস্যে মাখা সেই গল্পই উঠে আসবে বড় পর্দায়।
পুজোর অনান্য টলিউড রিলিজ
এবার পুজোয় টেক্কা ছাড়াও আসছে পথিকৃৎ বসুর শাস্ত্রী। সেখানে থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তীরা। এছাড়া আছে শিবপ্রসাদ-নন্দিতার পুজো রিলিজ বহুরূপী। সেখানে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।