সৃজিত মুখোপাধ্যায় এখন চরম ব্যস্ত! একটার পর একটা প্রজেক্টে হাত দিচ্ছেন তিনি। এই তো কিছু মাস আগেই তিনি টেক্কা ছবির ফার্স্ট শিডিউলের কাজ শেষ করলেন। তারপরই শ্যুটিং সারলেন ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজের। এবার শুরু করতে চলেছেন সত্যি বলে সত্যি কিছু নেই ছবির কাজ। এতদিন এই ছবির কাস্টিং নিয়ে চলেছে বিস্তর জল্পনা। এবার পরিচালক নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন। প্রকাশ্যে আনলেন এই ছবির তারকাখচিত কাস্টিং।
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির কাস্টিং
এদিন সৃজিত মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নেই ছবির কাস্টিং প্রকাশ্যে আনলেন। সেখানে দেখা যাচ্ছে পরিচালক নীল টিশার্ট এবং ট্র্যাক প্যান্ট পরে মাটিতে বসে আছেন। আর তাঁর পিছনে চেয়ারে বসে আছেন অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়। আর তাঁদের পিছনে দাঁড়িয়ে আছেন কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
এই ছবিটি পোস্ট করে এদিন সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।' প্রসঙ্গত বাইশে শ্রাবণ ছবির এই শ্রাবণ গানটির জনপ্রিয় লাইনকেই ছবির নাম বানিয়েছেন পরিচালক।
আর এই ছবি এদিন প্রকাশ্যে আসতেই এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে এতদিন ধরে যে জল্পনা চলছিল যে অনির্বাণ ভট্টাচার্যের জায়গায় পরমব্রত আসছেন সেটা সঠিক প্রমাণিত হল। তবে সত্যম ভট্টাচার্যের জায়গায় যে আদৃত রায়ের থাকা কথা ছিল সেটা সত্যি হল কিনা এই ছবি থেকে স্পষ্ট নয়। প্রসঙ্গত এসভিএফের প্রযোজনায় আসছে এই ছবিটি।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'ছবিটা দেখে একটাই কথা মনে হল - মহাভারত কেন নয়?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'সত্যি বলতে কয়েকজন ছাড়া সবাই আছে। তবুও অপেক্ষায় রইলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এক ডজন অভিনেতা! বাপরে!'
আরও পড়ুন: বড়পর্দায় এবার বিদ্রোহী কবির বায়োপিক, নজরুলের চরিত্রে কিঞ্জল, রবি ঠাকুর হচ্ছেন কে?
আরও পড়ুন: বলিউডের সাফল্যের কথা মনোনয়ন জমা দিতে গিয়ে বললেন কঙ্গনা, লাগাতার ফ্লপের কথা মনে পড়ল নেটপাড়ার
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির রেইকিতে সৃজিত
প্রসঙ্গত কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় এই ছবির রেইকি করতে গিয়েছিলেন। সেই ছবি তিনি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সৃজিত মুখোপাধ্যায় যে ছবিটি পোস্ট করেছিলেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে অতি উত্তম লেখা টিশার্ট। গলায় জড়ানো সাদা বল পাইথন ওরফে অনন্ত। একটি জঙ্গলে দাঁড়িয়ে আছেন তিনি। এই বেশে তিনি আসলে সত্যি বলে সত্যি কিছু নেই ছবির রেইকি করতে গিয়েছিলেন।