সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি এক সময়। এদিন টেক্কার প্রচারে এসে ব্রেকাপ নিয়ে কী জানালেন দুই তারকা? কেন ভেঙে ছিল তাঁদের প্রেম?
আরও পড়ুন: অচিরেই থামছে রন্ধনে বন্ধনের সফর, ফিরছে রান্নাঘর! সঞ্চালনায় ফের সুদীপা?
কী জানালেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন টেক্কার প্রচারে এসে অকপটে জানান কেন তাঁর এবং সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম ভেঙে যায়। কারণ হিসেবে তিনি সাংবাদিকদের বলে রাজকাহিনীতে সৃজিত তাঁকে কাজ দেননি বলেই। এই বিষয়ে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেন, 'ওই প্রেমটা, যেটা সমাজ স্বীকৃত প্রেম সেটা ছিল যখন তখন ওর পায়ে ধরে বলেছিলাম আমায় রাজকাহিনীতে নিতে। এটা নিয়ে আমাদের ব্যাপক অশান্তি হয়েছে। ওটাই হয়তো একটা কারণ ছিল আমাদের ব্রেকাপের। ১০টা কারণে ব্রেকাপ হয়েছিল, কিন্তু এটা অন্যতম। আমি ওকে কেঁদে কেটে বলেছিলাম, পৃথিবী পায়ের তলায় দিয়ে দিয়েছিলাম তাও আমায় কাস্ট করেনি।'
তিনি এদিন আরও বলেন, 'আমার মনে হয় সৃজিত মুখোপাধ্যায়ের যদি কাউকে নেওয়ার থাকে তাহলে তাঁকে নেবে। কিন্তু সম্পর্কের খাতিরে কাউকে কখনই কাস্ট করবে না। আর যদি মনে করে যে কাউকে কাস্ট করবে তাহলে সে হ্যাঁ না বলা পর্যন্ত তাঁর জীবন দুর্বিষহ করে তুলবে।' অভিনেত্রী জানান তিনি টেক্কা ছবিতে কাজ করতে চাননি। কিন্তু সৃজিত তাঁকে দিয়ে জোর করিয়েই এটা করিয়েছেন। জানিয়েছেন এই ছবিতে তাঁকে মায়ের একটা অন্য রূপে দেখা যাবে।
সৃজিত কী বললেন সম্পর্ক নিয়ে?
সৃজিত মুখোপাধ্যায় এদিন তাঁর সম্পর্কের বিষয়ে অকপটে বলেন, 'সত্যি আমার প্রচুর সম্পর্ক হয়েছে, প্রেম হয়েছে। আর সেখানে আমি প্রথমেই বলে দিই যে দেখো আমার প্রোফেশনাল আর পার্সোনাল লাইফ একদম আলাদা। তাই যদি ভেবে থাকো আমার সঙ্গে প্রেম করলে বা বন্ধু হলে বা বন্ধুবর্গের মধ্যে থাকলেই আমি তোমায় আমার পরের ছবিতে নেব তাহলে সেটা ভুল।'
আরও পড়ুন: দীপঙ্করকে বিয়ে করে হাত কামড়াচ্ছেন দোলন? কেন বললেন, 'লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে...'
সৃজিত-স্বস্তিকার ছবি টেক্কা
টেক্কা ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রকে। টেক্কা ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে। সমস্ত চরিত্রদের সঙ্গে আলাপ করিয়েছেন দেব। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।