অবশেষে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের আরেকটি ড্রিম প্রজেক্ট পদাতিক। এই বছরই স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাচ্ছে মৃণাল সেনের এই বায়োপিক। আর সেই ছবির নতুন গান জনতার হাতে ঘোরো নিশানের মতো মুক্তি পেল সদ্যই। এই গানটি কবীর সুমনের। পদাতিকের জন্য গানটি গেয়েছেন তিনিই। জাতিস্মর ছবিটির পর আবারও সৃজিতের ছবিতে থাকছে সুমনের গান। এবার সেই প্রসঙ্গে কী জানালেন সৃজিত মুখোপাধ্যায়?
আরও পড়ুন: 'আমায় নিয়ে লিখলে টিআরপি বাড়ে...' মহানায়ক পুরস্কার নিয়ে সাফাই নচিকেতার, নিন্দুকদের 'অশিক্ষিত' বলে কটাক্ষ
আরও পড়ুন: পাশাপাশি বসে করণ অর্জুন দেখছেন শাহরুখ - সলমন! ভিডিয়ো ভাইরাল হতেই নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা
কবীর সুমনের গান প্রসঙ্গে কী জানালেন সৃজিত?
জনতার হাতে ঘোরো নিশানের মতো গানটি প্রসঙ্গে এদিন এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'এই ছবিটা আমার স্বপ্ন। এটা করতে গিয়ে এক এক করে অনেক মানুষ আমার সঙ্গে জুড়েছেন, সমৃদ্ধ করেছেন। আর তাঁদেরই একজন হলেন কবীর সুমন। তাঁর এই গানটি কোনও অ্যালবামে নেই। তবে তিনি একাধিকবার লাইভ অনুষ্ঠানে শুনিয়েছেন। নাটকে ব্যবহৃত হয়েছে বা ঘরোয়া আড্ডাতেও শুনিয়েছেন। যখন পদাতিকের গোটা স্ক্রিনপ্লে লেখা হয়ে যায় তখনই হঠাৎ মনে হয় এই গানটি যেন মৃণাল সেনের জীবনের সারাংশ। তখনই গানটি এই ছবিতে ব্যবহার করি।'
শুধু ছবির ক্ষেত্রে নয়। কবীর সুমন বাস্তবেও সৃজিত মুখোপাধ্যায়ের জীবনের উপর দারুণ প্রভাব ফেলেছিলেন। আর সেই বিষয়ে স্মৃতি হাতড়ে সৃজিত বলেন, 'সুমন দার তোমাকে চাই গানটি অনেকের জীবন বদলে দিয়েছিল। আর তাদের মধ্যে আমার জীবন একটি। আজ যে আমি চাকরি ছেড়ে সিনেমা বানাচ্ছি তাতে সাহস জুগিয়েছিল এই গানটি। ১৯৯২ সালে অনুপ্রেরণা জোগায় আমায়।'
আরও পড়ুন: 'আপনাদের কী?' ঋষি কৌশিক থেকে যিশু - নীলাঞ্জনা, টলিউডে একের পর এক ডিভোর্সের চর্চার মাঝে কী লিখলেন শ্রীলেখা?
প্রসঙ্গত সৃজিত মুখোপাধ্যায়ের জাতিস্মর ছবিতেও ব্যবহৃত হয়েছে কবীর সুমনের গান। আর বলাই বাহুল্য সেগুলো দারুণ ভাবে জনপ্রিয়। এমনকি বাংলা ছবির ক্ষেত্রে অন্যতম সেরা অ্যালবাম জাতিস্মর ছবিটির।