মৃণাল সেনের জীবনের উপর নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'পদাতিক' আসছে। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা, উন্মাদনার চোখে পড়ার মতো শুরু থেকেই। আর এবার সেই উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন পরিচালক স্বয়ং। 'পদাতিক' 'নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (NYIFF) সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে। পরিচালক সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করে নিজেই খবরটি শেয়ার করেছেন। পাশাপাশি পুরো টিমকে অভিনন্দনও জানাতে ভোলেননি পরিচালক।
মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে সৃজিত তাঁর এই ছবির মাধ্যমে পরিচালককে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছেন। ছবিটির টিজারটি ১৪ মে প্রকাশ্যে এসেছে। ছবিতে মৃণাল সেন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তাঁর বিপরীতে গীতা সেনের ভূমিকায় থাকবেন মনামী ঘোষ। সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জিতু কমল।
আরও পড়ুন: 'আমি শাহরুখের ফ্যানেদের খুব ভয় পাই…' নায়কের সঙ্গে কাজ না করার প্রসঙ্গে বিস্ফোরক অনুরাগ
প্রসঙ্গ, ইতিমধ্যেই ছবির প্রথম গান 'তু জিন্দা হ্যায়' গানটি মুক্তি পেয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবির প্রথম গান হিসেবে মুক্তি পেয়েছে এই গান 'তু জিন্দা হ্যায়'। গানটিতে মূলত দেশাত্মবোধের ছোঁয়া রয়েছে রয়েছে, আর রয়েছে লড়াইয়ের গল্প। গানটি গেয়েছেন সোনু নিগম এবং অরিজিৎ সিং। শুধু তাই নয়, এই প্রথমবার দুই বিখ্যাত গায়ক একসঙ্গে কোনও গাইলেন। তু জিন্দা হ্যায় গানটি লিখেছেন শৈলেন্দ্র। সলিল চৌধুরীর সুরে তৈরি হয়েছে এই গান।
আরও পড়ুন: 'আমাকে গালাগাল শুনতে হবে…' সায়নীর জয়ের পর ছবি পোস্ট বিতর্কে মুখ খুললেন স্বস্তিকা
আরও পড়ুন: ভোটে জিতেই তথাগতর বাড়িতে মিষ্টি পাঠাতে চান সায়নী! কীসের ইঙ্গিত দিলেন তিনি?
সৃজিতের ছবির পদাতিক'-এর প্রথম গানটির মিউজিক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। 'তু জিন্দা হ্যায়' গানটির ফাইনাল ট্র্যাকটি প্রযোজনা করেছেন শমীক চক্রবর্তী। অরিজিৎ সিংয়ের অংশটি রেকর্ড করেছেন সুকান্ত সিং। অন্যদিকে, সোনু নিগমের অংশ রেকর্ড করা হয়েছে মুম্বইয়ের কৃষ্ণা স্টুডিওতে। শিলাদিত্য সরকার এই গানের মিক্সিং এবং মাস্টারিংয়ের দিকটি সামলেছেন। অশান্ত উত্তাল বাংলার ছবি ধরা পড়েছে তু জিন্দা হ্যায় গানটিতে। তাঁর সঙ্গে উঠে এসেছে মৃণাল সেনের কাজের দৃশ্যও।