২০২৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের একটা, দুটো নয় চার চারটি কাজ মুক্তি পেয়েছে। এর মধ্যে তিনটি ছবি আর একটি ওয়েব সিরিজ। এবার ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের মনোনয়নে সৃজিতের ছবির জয়জয়কার দেখা গেল।
আরও পড়ুন: বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর ফের টিভিতে ফিরছেন জিতু! দেখা মিলবে কোন ধারাবাহিকে?
কী ঘটেছে?
এদিন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের নমিনেশন প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল প্রায় প্রতিটি বিভাগেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবির জয়জয়কার। সেরা ফিল্ম বিভাগে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটি দেবালয় ভট্টাচার্য পরিচালিত বাদামি হায়নার কবলে, শমীক রায়চৌধুরীর বেলাইন, অঞ্জন দত্তের চালচিত্র এখন এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের মানিক বাবুর মেঘ ছবিটির সঙ্গে মনোনীত হয়েছে।
অন্যদিকে সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র), সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক) এবং প্রতিম ডি গুপ্ত (চালচিত্র)। সেরা অভিনেতা হিসেবেও সৃজিতের টেক্কা থেকে দেব মনোনয়ন পেয়েছেন। এছাড়া তাঁর সঙ্গে আছেন বহুরূপী থেকে আবির চট্টোপাধ্যায়, মানিক বাবুর মেঘ থেকে চন্দন সেন, অঞ্জন দত্ত এবং চালচিত্র থেকে টোটা রায়চৌধুরী।
সেরা লিরিসিস্ট হিসেবে অযোগ্য ছবির জন্য কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনুপম রায়ের সঙ্গে সৃজিতের দুই ছবি টেক্কা এবং অতি উত্তমের দুই লিরিসিস্ট বারিশ এবং ধ্রুবজ্যোতি চক্রবর্তী মনোনয়ন পেয়েছেন। সেরা কস্টিউম ডিজাইনারের বিভাগেও আছে পদাতিকের নাম।
এছাড়া আর্ট ডিরেক্টর বিভাগে বাদামি হায়নার কবলে, অথৈ, চালচিত্র এবং মানিক বাবুর মেঘ ছবিগুলোর সঙ্গে মনোনয়নে নাম আছে পদাতিকেরও। সেরা প্রমিজিং অভিনেত্রী বিভাগেও অতি উত্তম থেকে মনোনয়ন পেয়েছেন রোশনি ভট্টাচার্য। তাঁর সঙ্গে আছেন বেলাইনের জন্য শ্রেয়া ভট্টাচার্য, মির্জা থেকে ঐন্দ্রিলা সেন, মন পতঙ্গের জন্য বৈশাখী রায়, চালচিত্র ছবিটির জন্য তানিকা বসু এবং দোআঁশের জন্য শ্রীতমা রায়।
আরও পড়ুন: ৪ সপ্তাহেই ৫.৩ কোটি ভিউজ! রেকর্ড গড়তেই খাদানের কিশোরী এখন 'আমূল' গার্ল
সেরা প্লেব্যাক সিঙ্গার পুরুষ বিভাগে অযোগ্য ছবির জন্য মনোনয়ন পেয়েছেন অনুপম রায় এবং অরিজিৎ সিং, অতি উত্তমের জন্য রূপঙ্কর বাগচী, টেক্কার জন্য তিমির বিশ্বাস এবং খাদানের জন্য রথিজিৎ ভট্টাচার্য। সেরা মেকআপ বিভাগে পদাতিক ছবিটির সঙ্গে মনোনয়ন পেয়েছে বাদামি হায়নার কবলে, চালচিত্র, বহুরূপী এবং খাদান। সেরা স্ক্রিনপ্লে বিভাগে পদাতিক ছবির জন্য সৃজিতের সঙ্গে আছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন), প্রতিম ডি গুপ্ত (চালচিত্র), দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে), শমীক রায়চৌধুরী (বেলাইন)।