মৃণাল সেনের জন্মবার্ষিকীতে এল চমক। বলা ভালো এ যেন সৃজিত মুখোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরীর শ্রদ্ধার্ঘ্য। মুক্তি পেল পদাতিক ছবির টিজার। হ্যাঁ, এই ছবিতেই ফুটে উঠবে বাংলার কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবনের কথা। তারই কিছু ঝলক এদিন দেখা গেল।
আরও পড়ুন: বলিউডের সাফল্যের কথা মনোনয়ন জমা দিতে গিয়ে বললেন কঙ্গনা, লাগাতার ফ্লপের কথা মনে পড়ল নেটপাড়ার
পদাতিক ছবির টিজার
যবে থেকে পদাতিক ছবিটির ঘোষণা করা হয়েছে বা এই ছবিতে মৃণাল সেন হিসেবে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে এসেছে তবে থেকে দর্শকদের মধ্যে পদাতিক নিয়ে উত্তেজনা, উন্মাদনার শেষ নেই। এবার পদাতিক ছবির টিজার মুক্তি পেতে সেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
টিজারে ফুটে উঠল মৃণাল সেনের পরিচালক হওয়ার গল্প। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী গীতা সেনের সঙ্গে তাঁর রসায়ন। তৎকালীন ভারত বা বাংলার সমাজ যে তাঁকে ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছিল যা তাঁর ছবিতে বারংবার উঠে এসেছে সেই খণ্ডচিত্রও দেখা গেল টিজারে।
এই এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময়ের ক্লিপ। তারপর একে একে উঠে আসে মৃণাল সেনের জীবনের নানা ওঠা পড়া। তাঁর স্ত্রীর সেই ভরসার কথা যে 'তুমি মানুষের কথা বলবে... তার সংগ্রামের কথা বলবে... বেঁচে থাকা বা না থাকার কথা বলবে... সারা দুনিয়া সেটা শুনবে।'
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
পদাতিক ছবির ঝলকে মৃণাল সেনের সেই ক্যারিশমা, চলন, বলন যেন ফিরিয়ে দিলেন চঞ্চল চৌধুরী। এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে মনামী ঘোষ, অনুজয় চট্টোপাধ্যায়, কোরক সামন্ত, জিতু কমল, প্রমুখকে। পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়ের। প্রযোজনার দায়িত্বে ফ্রেন্ডস কমিউনিকেশন।