সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। হবে নাই বা কেন, এই ছবিতেই যে উঠে আসবে বাংলার দিকপাল পরিচালক মৃণাল সেনের কথা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার যা বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির একাধিক গানও। এবার জানা গেল কবে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: কালো গায়ের রং আর দাঁতের জন্য হীনমন্যতায় ভুগতেন মিঠুন! শাবানা বললেন, 'মা ওকে জড়িয়ে ধরে বলতো...'
আরও পড়ুন: '...ভয় তোমায় থামাতে পারবে না', অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ফের ইঙ্গিতবহ পোস্ট মালাইকার
কবে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক?
পদাতিক কবে আসছে সেটা নিয়ে দর্শকদের মধ্যে কম আলোচনা হয়নি। এবার অবশেষে এই ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানালেন এই বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে পদাতিক। বলাই বাহুল্য এই ছবির সঙ্গে বক্স অফিসে টক্কর হবে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ ছবিটির।
আরও পড়ুন: 'চুরি না করলে ফেরত দিচ্ছেন কেন...' রেশন দুর্নীতির ৭০ লাখ ফেরত দিতে চেয়ে শ্রীলেখার তোপের মুখে ঋতুপর্ণা
এদিন পদাতিক ছবির মুক্তির দিন ঘোষণা করে যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে মৃণাল সেনের তিনটি বয়সের লুককে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বেরিয়েই সোনাক্ষীর বিয়ে নিয়ে লবকে 'জবাব' শত্রুঘ্নর! বললেন, 'কে মানল না তাতে...'
আরও পড়ুন: 'শীঘ্রই আসছে...' রণজয়ের বাহুডোরে আবদ্ধ শ্যামৌপ্তি, নতুন রূপে ফিরছে 'গুড্ডি' জুটি? কী জানালেন অভিনেতা
পদাতিক প্রসঙ্গে
ইতিমধ্যেই পদাতিক ছবিটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি সেরা স্ক্রিনপ্লের পুরস্কার পেয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এই ছবির জন্য তাঁর লুক বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে এই ছবিতে দেখা যাবে মনামী ঘোষকে। সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জিতু কমলকে।
অন্যান্য চরিত্রে দেখা যাবে কোরক সামন্ত, সম্রাট চক্রবর্তী, প্রমুখ। ফ্রেন্ডস কমিউনিকেশন নিবেদনা করেছে এই ছবিটির। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ ছবিটির প্রযোজনা করেছে।