বাংলা নিউজ > বায়োস্কোপ > Shabaash Mithu Trailer: মিতালি রাজ হয়ে ছক্কা হাঁকালেন তাপসী, চমকে দিল সৃজিতের ‘সাবাশ মিঠু’র ট্রেলার

Shabaash Mithu Trailer: মিতালি রাজ হয়ে ছক্কা হাঁকালেন তাপসী, চমকে দিল সৃজিতের ‘সাবাশ মিঠু’র ট্রেলার

মিতালির রূপে সামনে এলেন তাপসী

ক্রিকেট শুধু জেন্টালম্যানদের খেলা, ভারতীয় সমাজের এই স্টেরিওটাইপ ভেঙেছিলেন যিনি, সেই মিতালি রাজের বায়োপিক নিয়ে এবার হাজির তাপসী-সৃজিতরা।

ক্রিকেট শুধু জেন্টালম্যানদের খেলা নয়, এই বার্তা দিতেই হাজির সৃজিত মুখোপাধ্যায়ের ‘সাবাশ মিঠু’। সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের বিন্দাস বালা তাপসী পান্নু। মিতালি রাজ রূপে ট্রেলারেই চমকে দিলেন তাপসী।

ভারতে ক্রিকেট ধর্মের সমান মর্যাদা পায়, তবুও এদেশে আজও অবহেলিত মহিলা ক্রিকেট। সময়ের সঙ্গে সঙ্গে বদল ঘটেছে ঠিকই, তবে চোখে পড়বার মতো ফারাক রয়েই গেছে। কিন্তু আজ থেকে দু-দশক আগেও মহিলা ক্রিকেটের চেহারাটা এমন ছিল না। ‘ওম্যান ইন ব্লু’র সেই স্ট্রাগলের কাহিনি এবার উঠে আসবে পর্দায়। কেন্দ্র থাকবেন ভারতীয় মহিলা ক্রিকেটের সদ্য অবসর নেওয়া তারকা মিতালি রাজ।

ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মিতালি রাজ। গত ৮ জুন অবসর ঘোষণা করেন মিতালি। মহিলা ক্রিকেটে মিতালির অবদান অনস্বীকার্য, বলা যায় ‘ব্যাটের সুইং দিয়ে ক্রিকেট খেলাকেই বদলে দিয়েছিলেন মিতালি এবং ভেঙেছেন স্টেরিওটাইপ’। নিজের দীর্ঘ কেরিয়ারে অনেক রেকর্ড গড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। পরপর সাতটি অর্ধ শতরান করার রেকর্ড, একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। চারটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ছোট থেকেই কেমনভাবে স্ট্রাগল শব্দটা জড়িয়ে গিয়েছিল মিতালির সঙ্গে তার ঝলক উঠে এসেছে এই ছবির ট্রেলারে।

এই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাপসী লেখেন, ‘উনি ইতিহাস তৈরি করেছেন, আমি গর্বিত সেই কাহিনি আপনাদের সামনে তুলে ধরে’। তাপসী ছাড়াও এই ছবিতে রয়েছেন মুমতাজ সরকার এবং বিজয় রাজ। ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে মুমতাজকে। 

ক্রিকেটের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য পুরুষদের। সেই হাওয়া কিছুটা হলেও বদলেছে হালে, আর সেই বদলের অন্যতম কাণ্ডারী মিতালি, ঝুলনরা। খুব শীঘ্রই ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে পর্দায় হাজির হবেন অনুষ্কা শর্মা, তবে আপতত মিতালির জীবনের উঠা-পড়ার গল্পে চোখ রাখার পালা। ২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা সেরেছিল প্রযোজক সংস্থা ভায়াকম এইট্টিন। অবশেষে আগামি ১৫ই জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

 

বায়োস্কোপ খবর

Latest News

তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.