সৃজলা গুহ বাংলার ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ। তিনি তাঁর সিরিয়াল মন ফাগুনের কারণে জনপ্রিয়তা পান। প্রচারের আলোয় আসেন। তাঁর সঙ্গে সেই ধারাবাহিকে শন বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এখানে তাঁদের চরিত্রের নাম ছিল পিহু এবং ঋষিরাজ। তাঁদের অনস্ক্রিন রসায়ন সকলের দারুণ পছন্দ হয়েছিল। তাঁদের সেই খুনসুটি, ঝগড়া বা ভালোবাসা সবই দর্শকদের মন কেড়ে নিয়েছিল। মাঝে তো শোনা যাচ্ছিল তাঁরা নাকি বাস্তবেও প্রেম করছেন। যদিও পরে আর তেমন কোনও আভাস মেলেনি। যদিও এই ধারাবাহিক করার সময়ই সৃজলার প্রেম ভেঙে যায়।
এই ধারাবাহিক বেশ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। মন ফাগুনের দুই প্রধান চরিত্রকে এরপর আর কোথাও দেখা যায়নি। তবে শন জানিয়েছিলেন যে এই বছরের শেষে তিনি কামব্যাক করবেন। অন্যদিকে জানা গেল পিহু ওরফে সৃজলাও কিছুদিনের জন্য একটি ধারাবাহিকে অতিথি হিসেবে জয়েন করতে চলেছেন। ভাবছেন কোন ধারাবাহিক?
পিহুর জীবনে এখন অন্য সব কিছু বাদ। তাঁর জীবনের কেন্দ্রবিন্দুতে উঠে আসবে একটি পাইস হোটেল। কী বুঝতে পারলেন কোন ধারাবাহিক? হ্যাঁ, ঠিকই ধরেছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হরোগৌরী পাইস হোটেলে তাঁকে দেখা যাবে কিছুদিন। এখানে যে দোলের জন্য বিশেষ পর্ব দেখানো হবে, সেখানেই থাকবেন অভিনেত্রী। অভিনেত্রী নিজেই তাঁর আগামী কাজের কথা জানিয়েছেন।
এখানে তিনি ছাড়াও আছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, মিঠু চক্রবর্তীর মতো জনপ্রিয় তারকারা। আছেন শুভস্মিতার মতো নবাগতাও। এখানে এখন দেখা যাচ্ছে বাড়ির বড় ছেলে ফিরে এসেছে। সবাই খুশি হলেও তাঁর স্ত্রী নন। কিন্তু? তাঁকে কেনই বা হত্যা করতে চাইছেন তিনি এসবই দেখা যাচ্ছে এখন এই ধারাবাহিকে।
অন্যদিকে শন দিতিপ্রিয়ার সঙ্গে লন্ডনে একটি ছবির শ্যুটিং সারলেন। নিজেও সেটা ছাড়া ব্যস্ত আছেন গবেষণায়। শেক্সপিয়ারের উপর কাজ করছেন তিনি। সেটা নিয়েই এখন মগ্ন মন ফাগুনের ঋষিরাজ।