সুহোত্রর জন্য মানালির ঘর ভাঙলেন সৃজলা? ভাবছেন এসব আবার কবে হল? আসলে হইচইয়ের পর্দায় আসছে নতুন ওয়েব সিরিজ সেখানেই ত্রিকোণ প্রেমের গল্পে ধরা দেবেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে ও সৃজলা গুহ। প্রকাশ্যে এল সিরিজের প্রথম লুক।
আরও পড়ুন: ‘রক্তে লেখা চিঠি পেতাম’, কহো না পেয়ার হ্যায় মুক্তির ২৫ বছরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস আমিশার
সিরিজে সুহোত্রকে দেখা যাবে 'অরিন্দম'-এর ভূমিকায়। অরিন্দম পেশায় একজন শিক্ষক। কলেজে পড়ায় সে। মানালিকে দেখা যাবে সুহোত্রর স্ত্রী ‘মিথিলা’র ভূমিকায়। মানালির চরিত্র একজন সাধারণ গৃহবধূর। অন্যদিকে, সৃজলাকে দেখা যাবে 'পল্লবী'র ভূমিকায়। সে এই সিরিজে কলেজের এক পড়ুয়ার ভূমিকায় অভিনয় করেছেন। শুক্রবার প্রকাশ্যে এসেছে চরিত্রগুলির প্রথম লুক। তবে সিরিজের নাম কী হবে তা এখনও পর্যন্ত ঠিক করেননি নির্মাতারা।
আরও পড়ুন: আমির খান পুত্র জুনেদের সঙ্গে খুশি কাপুরের প্রেমে জটিলতা, সিক্রেট জেনে ফেলায় তুমুল অশান্তি, কী ঘটেছে?
এই গল্পে 'পল্লবী'র জীবন একেবারেই প্রেমহীন। হলদিপুরের মাফিয়া অধ্যুষিত এলাকায় বড় হয়েছে সে। ছোট বেলা থেকে তাঁকে নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর তার কলেজেই বদলি হয়ে আসে প্রফেসর ‘অরিন্দম’। তার স্ত্রী ‘মিথিলা’ আর তার মাকে নিয়েই তার সংসার। ‘মিথিলা’একজন গৃহবধূ। স্বামীকে ঘিরেই আবর্তিত হয় তার পৃথিবী। কিন্তু তার বরের প্রেমে পড়ে যায় ‘পল্লবী’। সেই আগুনে খানিক হাত পোড়ায় ‘অরিন্দম’ও। স্বামীর এই বদলাতে থাকা ব্যবহার মিথিলাকে ভাবিয়ে তোলে।
আরও পড়ুন: ৪০-এ বিয়ে! প্রেগন্যান্ট হতে সহায় IVF, দিনে ৫টা ইঞ্জেকশন নিতেন, ৩ সন্তানের জন্ম দেন ফারহা
আরও পড়ুন: এবার সৌরভ দাসের সঙ্গে জড়িয়ে পড়লেন, সৌমিতৃষা বলছেন,‘১০ই জুন’ সবটা বদলে যাবে, কী এমন ঘটেছে?
অন্যদিকে, সমাজ সংসার ভুলে গিয়ে যে কোনও উপায়ে অরিন্দমের ভালোবাসা পেতে মরিয়া হয়ে ওঠে 'পল্লবী'। কিন্তু সংসার যে ডুবতে বসেছে সে আভাস পায় 'মিথিলা'। নিজের সংসার বাঁচাতে ‘মিথিলা’ও পাগল হয়ে ওঠে। ‘পল্লবী’র সঙ্গে অরিন্দমের আচরণ তার মনে সন্দেহ জাগায়। সে অরিন্দম আর পল্লবীকে সন্দেহ করতে করতে এমন একজন মানুষ হয়ে ওঠে, যা সে আগে ছিল না। কিন্তু শেষ কী হবে এর পরিণতি? কোন খাতে বইবে অরিন্দম, মিথিলা, পল্লবী'র জীবন? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে এই নতুন সিরিজে মুক্তির।