
তবলায় শ্রীকান্ত, মিকা! আলোআঁধারি মঞ্চে ‘নয়ন সরসী', আসছে বিশেষ পর্ব
১ মিনিটে পড়ুন . Updated: 13 Jan 2021, 08:15 AM IST- পর্দার পিছনের এমন জমকালো মুহূর্তকে ভাগ করে নিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।
কিশোর কুমারের জনপ্রিয় সেই গান ‘নয়ন সরসী কেন... ভরেছে জলে..’ মঞ্চে বসে গাইছেন অমিত কুমার। তবলায় রয়েছেন শ্রীকান্ত আচার্য এবং মিকা সিং। আলো-আঁধারি মঞ্চ। জনপ্রিয় শিল্পীদের জমজমাট আসরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মঞ্চের কোণেই রয়েছে ঝাড়বাতির আলো। স্টেজের মধ্যিখানে জ্বলছে গোলাপি রঙের আলো।
দৃশ্যটি জি বাংলা সারেগামাপা-র মঞ্চের। দর্শকদের সঙ্গে পর্দার পিছনের এমন জমকালো মুহূর্তকে ভাগ করে নিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেখুন এখানে কী কী দেখার সৌভাগ্য হয় আমাদের, ধন্যবাদ জি বাংলাকে।’ অনুষ্ঠানের ফাঁকে নিজেদের জলসার মুহূর্তকে তুলে ধরে জি বাংলা সারেগামাপা, মিকা সিং, শ্রীকান্ত আচার্য, অমিত কুমারকে ধন্যবাদ জানাতে দেখা যায় ইমনকে।
ঝলমলে আলোর মঞ্চে ক্যামেরার আড়ালে চর্চা। সারেগামাপা-র মঞ্চের এই গানের জলসা মোবাইলে লেন্সবন্দি করছেন গায়িকা আকৃতি কক্কর। এই জলসা দেখতে পারবেন দর্শকরাও। আগামী ১৭ জানুয়ারি জি বাংলা সারেগামাপা-তে দেখা যাবে বিশেষ পর্বটি।