গত নভেম্বরের শেষে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। বিয়ের পর ভক্তির সাগরে সিরিয়ালের হাত ধরে পর্দায় ফেরার কথা ছিল তাঁর। তবে এক মাসেই বন্ধ হয়েছে স্টার জলসার সেই মেগা। তাই ফের নতুন কাজের অপেক্ষায় ‘গাঁটছড়া'র রুক্মিণী। আরও পড়ুন-দিদি নম্বর ওয়ানে এসে ডাক্তার বর চাই বলাতেই স্বপ্নপূরণ হয়েছে শ্রীপর্ণার! কড়িখেলার নায়িকার কথা শুনে কী বললেন প্রিয়া?
এর মাঝেই নিজের জন্মদিন সেলিব্রেট করলেন শ্রীপর্ণা। পরিবারের সঙ্গে নিজের বিশেষ দিন সেলিব্রেট করতে দেখা গেল শ্রীপর্ণাকে। মধ্যরাতে সাদা স্ট্রাইপ দেওয়া সবুজ পালাজো আর কালো টপে ঝলমলে বার্থ ডে গার্ল। ডাক্তার বর শুভদীপ ভট্টাচার্য এবং দাদা-বৌদির সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল শ্রীপর্ণাকে।
সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিল ‘কড়িখেলা’ খ্যাত অভিনেত্রী। সেখানে এসেই নিজের দাম্পত্য নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করতে শোনা গেল শ্রীপর্ণাকে। অভিনেত্রীর কথায়, বিয়ের আগে শুভদীপ সবসময় শ্রীপর্ণার বাপের বাড়িতে হবু বউয়ের প্রশংসা করত। তিনি বলেন, ‘আমার দাদা বলত, কী বিয়ের পরেও এইরকম থাকবে তো,দেখো! বিয়ের পর কিন্তু সব অন্যরকম হয়ে যায়। আস্তে আস্তে… হতে হতে এখন ৬ মাসেই এখন মোটামুটি খারাপ মেয়ে হয়ে গেছি। এখন সারাক্ষণ ঝগড়া করি’।
এরপর তাঁর আরও সংযোজন, ‘পুরো ভাই-বোনের মতো তু-তু মেয় মেয় চলে। আমার শাশুড়িকে ফোন করে একদিকে আমি অভিযোগ জানাই, ওদিকে ও বাবাকে কমপ্লেন করে। শ্বশুর-শাশুড়ি আমার দিকে, বাবা ওর দিকে’।
শুভদীপ পেশায় চিকিৎসক। দু'জনে আলাদা সংসার পেতেছেন। আপতত শ্যুটিং না থাকায় বাড়িতে বরের হাতে হাতে কাজ করার চেষ্টা করেন শ্রীপর্ণা। কিন্তু মেজাজ দেখাতে ভোলেন না অভিনেত্রী। রচনার সামনে শ্রীপর্ণাকে বলতে শোনা গেল, বর আগেভাগে দিদির সামনে নিজের প্রশংসা করতে বলেছে।
বরের উপর সারাক্ষণ নজরদারি চালায় শ্রীপর্ণা। শুভদীপের ফোন নিয়ে অন্য মেয়েদের সঙ্গে চ্যাটও করেন অভিনত্রী। এই মুহূর্তে টাটা মেডিক্যাল সেন্টারে হেমাটোলজি নিয়ে ফেলোশিপ করছেন শ্রীপর্ণার পর। রচনাকে মজা করে বলতে শোনা গেল, ‘বেচারির সব রক্ত তুই শুষে নিবি’। শুনেই হাসি শ্রীপর্ণার। কোনও মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না,বরকে কড়া নির্দেশ নিয়ে রেখেছেন নায়িকা। প্রয়োজনে হাসপাতালে গিয়ে বরের কেবিনে সিসিটিভি ক্যামেরাও লাগাতে পারেন তিনি, ইঙ্গিত দিয়ে রাখলেন!