বাংলা নিউজ > বায়োস্কোপ > ফের বিশ্বমঞ্চে সম্মানিত RRR, হতে পারে অস্কারে এন্ট্রিও! কোন বিভাগে রাজামৌলির ছবি

ফের বিশ্বমঞ্চে সম্মানিত RRR, হতে পারে অস্কারে এন্ট্রিও! কোন বিভাগে রাজামৌলির ছবি

বিশেষ সম্মান পেল এসএস রাজামৌলির আরআরআর। 

২০২২ আটলান্টা ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডস-এর পক্ষ থেকে পেল বেস্ট ইন্টারন্যাশনাল পিকচারের সম্মান জিতল রাজামৌলির RRR। সঙ্গে অস্কারে ভিজ্যুয়াল এফেক্ট বিভাগেও এন্ট্রি নিতে পারে এই ছবি।

পরিচালক এসএস রাজামৌলি-র ‘আরআরআর’ এখনও পশ্চিমী দুনিয়ায় রাজ করে চলেছে। এবার এই ছবি ২০২২ আটলান্টা ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডস-এর পক্ষ থেকে পেল বেস্ট ইন্টারন্যাশনাল পিকচারের সম্মান। সোমবার আটলান্টা ফিল্ম ক্রিটিক্স সার্কেলের তরফ থেকে রাম চরণ আর জুনিয়র এনটিআরের ছবি পোস্ট করেন টুইটারে। সঙ্গে লেখেন, ‘The 2022 Atlanta Film Critics Circle Awards. Best International Picture: RRR।’

আর ‘আরআরআর’-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই টুইট শেয়ার করে লেখা হয়, ‘থ্যাঙ্ক ইউ সো মাচ @@ATLFilmCritics।’ হ্যাশট্যাগে #RRRMovie জুড়ে দেওয়া হয়। এই খবর হাসি ফুটিয়েছে ‘আরআরআর’ ভক্তদের মুখে। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন গোটা টিমকে। 

গত সপ্তাহেই ‘আরআরআর’-এর জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল থেকে সেরা পরিচালকের পুরস্কার পান রাজামৌলি। প্রসঙ্গত, ‘আরআরআর’ চলতি বছরে বিশ্বব্যাপী বক্স অফিসে দু’হাজার কোটি টাকা আয় করেছে। রাজামৌলি এর আগে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর মতো ব্লকবাস্টার ছবি পরিচালনা করেছেন। 

আপাতত রাজামৌলির পাখির চোখ অস্কার। যদিও ভারত সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগের জন্য মনোনীত করা হয়েছে ‘ছেল্লো শো’-কে। এই ছবিটি বর্তমানে অস্কারের ১৪টি বিভাগ, যেমন সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী, ইত্যাদি জায়গায় মনোনয়ন জমা দিয়েছেন। 

আন্তর্জাতিক চলচ্চিত্র পত্রিকা ‘ভ্যারাইটি’ ইতিমধ্যেই তাদের আন্দাজ জানিয়েছে। তাদের মতে, ‘আরআরআর’ বেশ কয়েকটি বিভাগে মনোনয়ন পেতে পারে। তার মধ্যে রয়েছে ভিজ্যুয়াল এফেক্ট, অভিনেতা, সেরা সঙ্গীত, সেরা পরিচালক, সেরা কসটিউম ডিজাইন এবং সিনেমার বিভাগে এন্ট্রি পেতে পারে এটি। অবনেকেই মনে করছে যে পাঁচ জন গ্রাফিক্স ডিজাইনারের নাম মনোনীত হবে, তাঁদের মধ্যে অন্যতম ‘RRR’-এর গ্রাফিক্স ডিজাইনার শ্রীনিবাস মোহন। অনেকে ভক্তরই আশা ‘RRR’-এর হাত ধরেই অস্কার আসবে ভারতে। 

বন্ধ করুন