বাংলা নিউজ > বায়োস্কোপ > RRR in Golden Globes 2023: RRR-এর বিজয়রথ অব্যাহত! 'নাটু নাটু'র হাত ধরে গোল্ডেন গ্লোবস পুরস্কার এল দেশে

RRR in Golden Globes 2023: RRR-এর বিজয়রথ অব্যাহত! 'নাটু নাটু'র হাত ধরে গোল্ডেন গ্লোবস পুরস্কার এল দেশে

‘নাটু নাটু’র হাত ধরে গোল্ডেন গ্লোবস পুরস্কার এল দেশে

RRR in Golden Globes 2023: অস্কারের পথ যেন ক্রমেই মসৃণ হচ্ছে এসএস রাজামৌলির আরআরআর ছবির জন্য। গোল্ডেন গ্লোবস ২০২৩-এ এই ছবি জিতল আরও এক খেতাব।

আরআরআরের বিজয়রথ অব্যাহত। ফের আরও এক খেতাব জয় করল এসএস রাজামৌলির এই ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গান পুরস্কার পেল। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়করা অর্থাৎ কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। বর্তমানে এই গানটি এসএস রাজামৌলির ভক্তদের কাছে এই গানটি যেন তাঁদের প্রধান সঙ্গীত হয়ে গিয়েছে!

আরআরআর ছবিটি আদতে প্রাক স্বাধীনতা সময়ের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটি ৮০ তম গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা অ-ইংরেজি ছবি বিভাগে মনোনীত হয়েছিল। এই ছবিরই গান ‘নাটু নাটু’ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, টপ গান: ম্যাভেরিক ছবি থেকে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ‘লিফট মি আপ’, ইত্যাদি গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল।

এটি একটি ডান্স নম্বর। গানটির ভিডিয়োতে জুনিয়র এনটিআর এবং রাম চরণকে দেখা গিয়েছিল। এই গানটিতে এত সুন্দর করে গল্প তুলে ধরা হয়েছে এবং কোরিওগ্রাফি করা হয়েছে যে সেটা সকলেরই বেশ নজর কেড়েছে।

এর প্রায় দশ বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য দেশে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এসেছিল। ড্যানি বয়েলের এই ছবির জন্য এআর রহমান সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার পেয়েছিল। এর আগে ১৯৫৭ সালে ভি শান্তারামের দো আঁখে বার হাত ছবি প্রথম এই পুরস্কার পেয়েছিল।

আরআরআর ছবিটি আমেরিকায় দারুণ সাড়া পেয়েছে। এই ছবিটি যবে থেকে নেটফ্লিক্সে হিন্দি ভার্সনে মুক্তি পেয়েছে তবে থেকে এটির জনপ্রিয়তা সেখানে আরও বেড়েছে। চলতি বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে এটি। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে। শুধু তাই নয়, অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। আর বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে।

এই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব জন্য সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডে তিনি এই সম্মান পান।

বন্ধ করুন