বর্তমানে ভারতীয় ছবির অন্যতম খ্যাতনামা পরিচালক হলেন এসএস রাজামৌলি। তিনি বাহুবলী, আরআরআর ছবির মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। এমনকি তাঁর আরআরআর ছবিটি তো অস্কারও জিতেছে। সম্প্রতি তিনি বিতর্ক উসকে একটি মন্তব্য করে বসেছেন রামায়ণ নিয়ে। জানিয়েছে তাঁর রামের চরিত্রটির থেকে রাবণের চরিত্রটি বেশি ভালো লাগে। কিন্তু কেন এমনটা বললেন তিনি?
আরও পড়ুন: 'যদি একবার...' পর্দায় ‘সুচিত্রা’ হয়ে আসছেন দর্শনা, তার আগে মনের কোন অপূর্ণ বাসনার কথা জানালেন?
রামায়ণ নিয়ে কী জানালেন এসএস রাজামৌলি?
এসএস রাজামৌলি এদিন জানান তাঁর রামের চরিত্রটির থেকে রাবণের চরিত্রটি বেশি ভালো লাগে। কারণ হিসেবে তিনি জানান ছোট থেকেই আমরা শিখে এসেছি যে পাণ্ডবরা ভালো আর কৌরবরা খারাপ। রাম ভালো, রাবণ খারাপ। কিন্তু যত বড় হই তত যেন আমরা উপলব্ধি করি যে আসলে উল্টোটাই ঠিক।
তিনি আরও জানান, 'আমার মনে হয় রামের থেকে রাবণকে আমার বেশি ভালো লাগে। আমার শক্তিশালী ভিলেন বেশি ভালো লাগে। রাবণের চরিত্রটি আমার দুর্দান্ত লাগে। ভিলেনের তো এমনই হওয়া উচিত যাকে চট করে হারানো যাবে না।'
আরও পড়ুন: OTT, অনলাইন খবরেও এবার লাগাম পরানো হবে! নতুন ব্রডকাস্টিং বিলের ড্রাফট ঘিরে বাড়ছে উদ্বেগ - জটিলতা
প্রসঙ্গত এসএস রাজামৌলি নিজেও তাঁর ছবিতে চরিত্রগুলোকে যতটা পারেন প্রাণবন্ত করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। যার ফলে তাঁর তৈরি করা চরিত্রগুলো দর্শকদের মনে থেকে যায় বহুদিন। বর্তমানে এসএস রাজামৌলি তাঁর আগামী ছবি SSMB২৯ নিয়ে কাজ করছেন। এই ছবিতে তাঁর পরিচালনায় দেখা যাবে দক্ষিণী তারকা মহেশ বাবুকে। জানা গিয়েছে এটা প্রায় ১০০০ কোটি টাকা বাজেটে বানানো হচ্ছে।