বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaushik Ganguly: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নের টাকায় কৌশিকের ছবি! প্রচারে হাজির ছিল বান্ধবীও

Kaushik Ganguly: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নের টাকায় কৌশিকের ছবি! প্রচারে হাজির ছিল বান্ধবীও

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির প্রযোজক ছিলেন অয়ন শীল

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবির প্রযোজক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীল। বান্ধবী শ্বেতাকে নিয়ে হাজির হয়ে ছিলেন ছবির ফার্স্ট লুক লঞ্চের দিন। ঘটনা ২০২১ সালের এপ্রিল মাসের। 

নিয়োগ দুর্নীতি বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না টলিউডের! একের পর এক তারকার নাম জড়িয়ে যাচ্ছে এই মামলায়। এবার জানা গেল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শান্তনুঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের টাকায় ছবি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘কাবাড্ডি কাবাড্ডি’ নামের এই ছবিতে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো তারকারা। 

বোলপুরে করোনাকালে এই ছবির শ্যুটিং সেরেছিলেন কলাকুশলীরা। শ্যুটিং চলাকালীন কোভিড আক্রান্ত হয়ে পড়েছিলেন পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি প্রযোজনা করেছিল এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামক  প্রযোজনা সংস্থার।  ওই সংস্থার প্রথম প্রযোজিত ছবি এটি। ২০২১ সালের এপ্রিল মাসেই ঘটা করে ছবিটির সাংবাদিক সম্মেলনও আয়োজিত হয়েছিল সেখানে বান্ধবী শ্বেতা চক্রবর্তীর সঙ্গে হাজির ছিলেন প্রযোজক অয়ন শীল। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল ওই ইভেন্টে। তবে ছবি মুক্তি পায়নি। শুরুতে নাকি অয়ন-প্রিয়া শ্বেতারও এই ছবিতে কাজ করা কথা ছিল। 

কীভেব প্রযোজক অয়ন শীলের সঙ্গে পরিচয় কৌশিকের? এই ব্যাপারে জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা তা সম্ভবপর হয়নি। ফোন ধরেননি পরিচালক। ইডি সূত্রে জানা খবর,  অয়নের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে সংশ্লিষ্ট সিনেমা সংক্রান্ত কাগজপত্রই রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, ছবি বাবদ কোথায় কী খরচ হয়েছে সেই হিসাবের উল্লেখ রয়েছে। সিনেমা পাশাপাশি একটি বাংলা সিরিয়াল তৈরি করার বিষয়ে কথা চলছিল অয়নের। সিনেমা, সিরিয়াল প্রযোজনার জন্য অয়নের প্রয়োজনীয় অর্থের উৎস কী? সেগুলো কি নিয়োগ দুর্নীতির টাকা থেকে আসত নাকি এর পিছনে আছে অন্য কোনও রহস্যজট?  

দীর্ঘ ৩৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে সোমবার ভোরে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুগলি জেলার বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই ইডির নজের আসে অয়নের নাম।  সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে ছিল অয়নের অফিস। গত শনিবার সেখানেই হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এরপর চলে চানা ৩৭ ঘন্টার  তল্লাশি, সঙ্গে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। সোমবারই ১২ দিনের হেফাজতে নিয়েছে ইডি।

 

বায়োস্কোপ খবর

Latest News

অক্টোবরে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ, সময় বদলাবে, ভাগ্য ফিরবে ৩ রাশির অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.