নিয়োগ দুর্নীতি বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না টলিউডের! একের পর এক তারকার নাম জড়িয়ে যাচ্ছে এই মামলায়। এবার জানা গেল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শান্তনুঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের টাকায় ছবি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘কাবাড্ডি কাবাড্ডি’ নামের এই ছবিতে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো তারকারা।
বোলপুরে করোনাকালে এই ছবির শ্যুটিং সেরেছিলেন কলাকুশলীরা। শ্যুটিং চলাকালীন কোভিড আক্রান্ত হয়ে পড়েছিলেন পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি প্রযোজনা করেছিল এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামক প্রযোজনা সংস্থার। ওই সংস্থার প্রথম প্রযোজিত ছবি এটি। ২০২১ সালের এপ্রিল মাসেই ঘটা করে ছবিটির সাংবাদিক সম্মেলনও আয়োজিত হয়েছিল সেখানে বান্ধবী শ্বেতা চক্রবর্তীর সঙ্গে হাজির ছিলেন প্রযোজক অয়ন শীল। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল ওই ইভেন্টে। তবে ছবি মুক্তি পায়নি। শুরুতে নাকি অয়ন-প্রিয়া শ্বেতারও এই ছবিতে কাজ করা কথা ছিল।
কীভেব প্রযোজক অয়ন শীলের সঙ্গে পরিচয় কৌশিকের? এই ব্যাপারে জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা তা সম্ভবপর হয়নি। ফোন ধরেননি পরিচালক। ইডি সূত্রে জানা খবর, অয়নের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে সংশ্লিষ্ট সিনেমা সংক্রান্ত কাগজপত্রই রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, ছবি বাবদ কোথায় কী খরচ হয়েছে সেই হিসাবের উল্লেখ রয়েছে। সিনেমা পাশাপাশি একটি বাংলা সিরিয়াল তৈরি করার বিষয়ে কথা চলছিল অয়নের। সিনেমা, সিরিয়াল প্রযোজনার জন্য অয়নের প্রয়োজনীয় অর্থের উৎস কী? সেগুলো কি নিয়োগ দুর্নীতির টাকা থেকে আসত নাকি এর পিছনে আছে অন্য কোনও রহস্যজট?
দীর্ঘ ৩৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে সোমবার ভোরে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুগলি জেলার বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই ইডির নজের আসে অয়নের নাম। সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে ছিল অয়নের অফিস। গত শনিবার সেখানেই হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এরপর চলে চানা ৩৭ ঘন্টার তল্লাশি, সঙ্গে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। সোমবারই ১২ দিনের হেফাজতে নিয়েছে ইডি।