একজনের বয়স ৫৭, আরেকজনের বয়স ৩৫। হ্যাঁ, আরবাজ খান ও সুরা খানের মধ্যে বয়সের পার্থক্য ২২ বছরের। তবু এখনও পর্যন্ত সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিপাড়ার এই দম্পতি। সুরার কথায়, ‘বয়স তো শুধুই একটা সংখ্যা মাত্র। আরবাজের মধ্যে সবথেকে ভালো বিষয়টা হল আরবাজ ভালোবাসতে জানেন, সম্মান করতে জানেন।’
৪ অগস্ট ২০২৪, রবিবার ৫৭ বছরে পা রেখেছেন আরবাজ। আর বিয়ের পর এটাই আরবাজের প্রথম জন্মদিন। তাই এবার জন্মদিনটা স্পেশাল বৈকি। কিন্তু একী! বরের জন্মদিনে এটা কী ভিডিয়ো পোস্ট করেছেন সুরা খান?
বরের জন্মদিনে মজাদার একটা ভিডিয়ো পোস্ট করেছেন সুরা। যে ভিডিয়োটি আসলে আরবাজের বিভিন্ন নাচের মুহূর্তের কোলাজ। যেখানে মজাদার, হাস্যকর ভাবে নাচতে দেখা গিয়েছে আরবাজকে। কোনও কোনও ক্ষেত্রে মেয়েদের স্টাইলেও নাচতে দেখা যাচ্ছে আরবাজকে। সেই ভিডিয়ো পোস্ট করে সুরা লিখেছেন, ‘ শুভ জন্মদিন আরবাজ।তোমার আশেপাশে থাকা, তোমার নানান মজ, রসিকতা, পাগলামো, তোমার হাসিখুশি অদ্ভূত সব নাচের ভঙ্গীর কারণে কোনও একটা দিনও নিস্তেজ হয়ে পড়ে না। তোমার সঙ্গে প্রার্থনা করা থেকে ঝগড়া করা, সব মুহূর্তই স্পেশাল। তোমার কারোর প্রতি আনুগত্য, ভালবাসা থেকে নিজেকে উৎসর্গ করা এবং কাউকে সম্মান করা, সব কিছুই প্রশংসনীয়।’
সব শেষে সুরা লিখেছেন, ‘তোমার গালে টোল পড়া থেকে বলিরেখা পড়া পর্যন্ত, সবসময়ই তোমার সঙ্গে থাকব। তোমাকে অপরিসীম ভালোবাসি মিস্টার খান।’
স্ত্রী সুরার এই পোস্টের নিচে কমেন্টে আরবাজ লিখেছেন, ‘হা হা হা, কে বলেছে ভালোবাসা অন্ধ! তোমার প্রতি অনেক ভালোবাসা বেবি।’
২০২৩ সালের ২৪ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য নিকাহনামা পড়েন আরবাজ খান। বোন অর্পিতা খান শর্মার বাড়িতেই হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর সুখেই দিন কাটাচ্ছেন সলমনের ভাই। বিয়ের পর কেমন আছেন সেই বিষয়ে কথা বলতে হয়ে আরবাজ খান বেশকিছুদিন আগে বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন, আরবাজ বলেন, তিনি যবে থেকে সুরা খানের সঙ্গে প্রেম করা শুরু করেছেন তবে থেকে অনেক কিছু পাল্টে গিয়েছে। এবং সবটাই ভালো হয়েছে। অভিনেতার কথায় 'আমি এখন আমাকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিশ্চিত। আমার উপর ওর প্রভাব ভীষণই ভালো। অনেক দিক দিয়েই আমার ভালো করেছে।'
প্রসঙ্গত, সুরার সঙ্গে আরবাজ খানের এটা দ্বিতীয় বিয়ে। আরবাজ এর আগে ১৭ বছর মালাইকা আরোরার সঙ্গে দাম্পত্য জীবন কাটান। এরপর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আরবাজ খানের জীবনে আসেন জর্জিয়া আন্দ্রিয়ানি। যদিও তাঁদের সেই প্রেমও টেকেনি। তারপরই মেকআপ শিল্পী সুরা খানের প্রেমে পড়েন আরবাজ, বেশিদিন প্রেম না করেই তাঁরা বিয়েও করে নেন।