স্থানীয় ভাষার জন্য ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, একদমই ঠিক পড়লেন। হিন্দি, বাংলা নয়, আঞ্চলিক ভাষার কাজের সাক্ষীও এবার মানুষ থাকবে। আর সেই উদ্যোগ নিলেন বিনয় সিংহল। তাঁর সঙ্গে আছেন শশাঙ্ক বৈষ্ণব এবং প্রবীণ সিংহল। আর এই তিনমূর্তির উদ্যোগটির নাম হল ‘স্টেজ’। আঞ্চলিক ভাষার জন্য প্রথম ওটিটি প্ল্যাটফর্ম।
এই কাজের কথা, এই উদ্যোগের কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে, সকলকে অবগত করতে এবং অবশ্যই নিজেদের ব্যবসা বাড়াতে বিনয়, শশাঙ্ক এবং প্রবীণ শার্ক ট্যাংক ইন্ডিয়ায় এসেছেন। তাঁরা এবং তাঁদের স্টেজ থাকবেন শার্ক ট্যাংক ২তে প্রতিযোগী হিসেবে।
নিজেদের এই উদ্যোগের বিষয়ে বিনয় সিংহল বলেন, 'ভারতে ৪০ টির বেশি ওটিটি প্ল্যাটফর্ম আছে, কিন্তু আঞ্চলিক ভাষার কোনও কাজ সেখানে মুক্তি পায় না। দেশের একটা বড় অংশ এই ৭০০-৮০০ টি আঞ্চলিক ভাষায় কথা বলেন কিন্তু সেটা নিয়ে কোনও সিনেমা বা ওয়েব সিরিজ হতে দেখিনি।' আর সেই ভাবনা মাথায় রেখেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।
তবে এটা যে তাঁদের প্রথম উদ্যোগ এমনটা নয়। এর আগেও তাঁদের একটি প্রতিষ্ঠান ছিল, নাম ‘উইটি ফিড’। সেটিও তাঁরা এই তিন বন্ধু মিলে শুরু করেছিলেন। কিন্তু রাতারাতি সেটা বন্ধ হয়ে যায়। লোকসাল হয় ৪০ কোটির। কিন্তু কেন? এই বিষয়ে বিনয় জানান, 'আমাদের সব থেকে বড় ভুল ছিল যে আমরা আমাদের কনটেন্ট ছড়ানোর জন্য, প্রচার করার জন্য থার্ড পার্টির উপর ভরসা করেছিলাম। আমরা এরপর আমাদের কোম্পানি হারিয়ে ফেলি। কিন্তু সেই ভুলের কারণে আমাদের ইনভেস্টররা আমাদের ছেড়ে যাননি। পাশে ছিলেন। এরপর আমরা স্টেজ বানাই। এবং সেই নতুন কোম্পানির ইকুইটি তাঁদের দিই।' সব হারিয়েও দমে যাননি তাঁরা, ফের ঘুরে দাঁড়িয়েছেন, নতুন করে তৈরি করেছেন তিনশো কোটির সাম্রাজ্য।
এই নতুন হাইপার লোকাল বা আঞ্চলিক ভাষার দর্শকদের জন্য তাঁরা এই মঞ্চ তৈরি করেন যেখানে আঞ্চলিক ভাষায় তৈরি হওয়া কাজ দেখানো হবে, আঞ্চলিক ভাষা কিংবা সেই জায়গা নিয়ে কাজ দেখানো হবে।
২০১৯ সালে তাঁরা এই নতুন প্রতিষ্ঠান শুরু করেন। এখন এটা মূলত হরিয়ানভি এবং রাজস্থানি ভাষার উপর কাজ করছে। আর তাঁদের সঙ্গে ২০০০ এর বেশি আঞ্চলিক শিল্পী এবং কনটেন্ট ক্রিয়েটররা যুক্ত রয়েছেন। এই সংস্থার প্রধান অফিস নয়ডায়। যদিও দেশজুড়ে ৪০ জনেরও বেশি মানুষ কাজ করে চলেছেন।